মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল গুজরাট, বিকাল থেকে সাইক্লোনের দাপট শুরু হওয়ার সম্ভবনা

ডেস্ক: ইতিমধ্যে ১৮০ থেকে ১৯০কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটছে বছরের প্রথম এই ঘূর্ণিঝড় ‘তাউটে’। প্রচন্ড ক্ষমতাশীল আকার নিয়েছে এই ঘূর্ণিঝড়টি। সোমবার সন্ধ্যে থেকে রাতের মধ্যেই গুজরাটের পোরবন্দর ও মহিলার মধ্যে আসতে পড়বে এ ঘূর্ণিঝড় কে। তবে এ ঘূর্ণিঝড় আসার আগে থেকেই গুজরাট ও একাধিক রাজ্যে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত যার কারণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার জন্য বন্ধ করা হয়েছে মুম্বাই বিমানবন্দর। তাউটের প্রভাব পড়ার আগেই শনিবার ও রবিবার একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধ করা হয়েছে গুজরাটের সংলগ্ন রাজ্যের বিমান বন্দরগুলিকে।
কালকের মোকাবিলায় প্রস্তুত করা হয়েছে বায়ুসেনা ও।

মুম্বাইয়ে ৭০থেকে ৭৫ কিলোমিটার বেগে বাতাস বইছে এর মধ্যে ভারী বৃষ্টিপাত দেখা গেছে বান্দ্রা কুরলা কমপ্লেক্স। রবিবার রাত পর্যন্ত ৫০০কোরোনা আক্রান্ত কে কোভিড সেন্টার থেকে সরিয়ে কোভিড হাসপাতালে পাঠিয়েছে প্রশাসন। সন্ধ্যে ছটা পর্যন্ত বন্ধ থাকবে মুম্বাই বিমানবন্দর তাউটের প্রভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণেই বন্ধ থাকবে বিমান ওঠানামা।

সতর্কতাস্বরূপ গুজরাটের উপকূলবর্তী ১৭ টি জেলা থেকে এক লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিল গুজরাট প্রশাসন।

এর মধ্যেই গুজরাট কেঁপে উঠল ভূমিকম্পে। ভোর রাতে ভূমিকম্প হয় গুজরাটের মাটিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫।
সূত্রে জানা গিয়েছে এই দিন ভোর ৩ টে ৩৭ মিনিটে হয় ভূমিকম্পটি গুজরাটের রাজকোট এলাকায় ১০কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় মানুষজনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *