হাতে লোহার রড নিয়েই, পাঁচিল টপকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকে হাফিজুল মোল্লা

ডেস্ক: মুখ্যমন্ত্রীর বাড়ির দক্ষিণ দিকে কনফারেন্স হল, আর সেই হলের পেছনদিকেই লুকিয়ে ছিল হাফিজুল মোল্লা। তার কাছে ছিল লোহার একটি রডও।

3রা জুলাই 1:20 মিনিটে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরের প্রবেশ করে হাফিজুল মোল্লা। নিরাপত্তা রক্ষীদের নজরে এলে তাকে ধরতে গেলে পালানোর চেষ্টা করে সে। মুখ্যমন্ত্রী বাড়ির নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনায় অভিযুক্ত হাফিজুল মোল্লাকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে cid গোয়েন্দারা। সোমবার রাতে দীর্ঘক্ষন তাকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

এর আগেও একবার নবান্নে ঢুকে বলেছিল হাফিজুল মন্দিরতলা থানার হাতে গ্রেফতার হয় সে। কেন বারবার মুখ্যমন্ত্রী নিরাপত্তা লংঘন করার চেষ্টা করছে হাফিজুল তার কারণ জানতে চাওয়ার আপ্রাণ চেষ্টা করে পুলিশ কিন্তু কোনো রকম উত্তর অভিযুক্ত দিতে নারাজ।

এবারের ক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুধাবন করে তদন্তের ভার নিল সিআইডি। সোমবার তাকে আলিপুর আদালতে তোলে পুলিশ। তার আইনজীবীর দাবি মুখ্যমন্ত্রীর বাড়িতে লালবাজার ভেবে ভুল করে সেখানে ঢুকে পড়া হাফিজুল অন্যদিকে হাফিজুলের বাবা মহিদুল মোল্লা বলেন ওর মাথার ঠিক নেই।

পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আশারিয়া নারানপুর গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লা পেশায় গাড়ি চালক। তার চার বছরের একটি মেয়েও রয়েছে। সপ্তাহখানেক আগে গাড়ি চালাতে কলকাতায় গিয়েছিল হাফিজুল। শনিবার রাতে শেষবার তার কথা হয় পরিবারের সঙ্গে। রবিবার তাকে আর ফোনে পাওয়া যায়নি। সোমবার সকালে সংবাদমাধ্যম মারফত খবর পান তাঁরা। এদিকে হাফিজুলের ঘটনায় বাড়ানো হল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। এছাড়া টহলদারি ভ্যানের সংখ্যাও বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।