হাড় কাঁপানো শীত! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

ডেস্ক: উপকূল ও সংলগ্ন কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আজকেও। আপাতত শীতের আমেজে ফিকে। গাঙ্গেয় বঙ্গে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা। আবার একই কারণে বাড়তে পারল না দিনের তাপমাত্রা। বাকি বঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি

স্থলভাগে ঢুকে শক্তি হারাতে শুরু করা ঘূর্ণিঝড় ফেইঞ্জল এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল থেকে ক্রমশ পশ্চিমের দিকে এগোচ্ছে।
সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

সম্পূর্ণ মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। চরচড়িয়ে বাড়ল রাতের তাপমাত্রা। আবার মেঘলা আকাশের কারণে নামল দিনের তাপমাত্রা। নিরাশ হওয়ার কিছু নেই। ফিরছে শীত। জানালো আবহাওয়া দফতর।

ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু ,পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক ইয়ানাম রায়লসীমাতে। ভারী বৃষ্টি কেরল মাহে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তর প্রদেশের কিছু এলাকায়।