আজও বঙ্গে বৃষ্টির লাল সতর্কতা !
ডেস্ক : মঙ্গলবার দক্ষিণবঙ্গের ফাঁড়া কাটলেও, ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজও দুর্যোগমুক্ত নয় পশ্চিমবঙ্গ । পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । রেমালের দাপট কলকাতার উপর থেকে চলে গেলেও শেষ হয়ে যায়নি রেমালের রেশ। মঙ্গলবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পং-এ লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
এখন রেমালের অবশিষ্টাংশ অবস্থান করছে পরিণত হয়েছে নিম্নচাপে। বেশ দুর্বল হয়ে পড়েছে দামাল সেই ঝড়। এখন অবস্থান করছে বাংলাদেশের উপর । গত ৮ ঘন্টায় ১২ কিলোমিটার বেগে পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে রেমালের অবশিষ্টাংশ। এখন এটি একটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রেমালের অবশিষ্টাংশ পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। পরবর্তী ১২ ঘন্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে পড়বে।
সোমবারও দিনভর ঝড়বষ্টি চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ফাঁড়া কাটলেও, ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং ও কালিম্পং-এ লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
রেমাল-রোষে বঙ্গেই প্রাণহানি হয়েছে ৭ জনের। কারও মাথায় গাছ পড়ে, তো কারও মাথায় বাড়ির কার্নিস ভেঙে, কেউ আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। তবে এ যাত্রায় বিদায় নিয়েছে ঘূর্ণিঝড়। এবার বর্ষার আশায় বুক বাঁধছে বাংলা।