ডেস্ক: রাজ্যে বোর্ড এক্সাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে চলছে দ্বন্দ্ব। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের তীব্রতার কারণে এ বছর ও জারি হয়েছে লকডাউন। টানা এক বছরের উপরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় হঠাৎই গোটা ভারত জুড়ে লাগু করা হয় লকডাউন। যার কারণে রাজ্যের তথা দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলি হয়ে থাকে তা করা হয় স্থগিত। অনলাইন ক্লাস এর মাধ্যমে চালু রাখা হচ্ছে পড়াশোনা।
কিন্তু এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশিকা অনুযায়ী ঠিক করা হয় জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। 9 দিনের সময়সীমার মধ্যে শেষ করতে হবে পরীক্ষা গুলি। যেখানে 3 ঘন্টার জায়গায় নেয়া হবে 1 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা গুলি।
এবার প্রথম 90 নম্বরের পরীক্ষা হবে 45 নম্বরে এবং 80 নম্বরের পরীক্ষা হবে 40 নম্বর। অর্থাৎ অর্ধেক অর্ধেক নম্বরে হতে চলেছে এবারের বোর্ড পরীক্ষা। উত্তর দিতে হবে অর্ধেক প্রশ্নপত্রের।
বোর্ড থেকে নির্ধারণ করা হয় শুধুমাত্র আবশ্যিক বিষয় গুলির উপর এই পরীক্ষা হবে এবং হোম সেন্টারে অর্থাৎ ছাত্র-ছাত্রীদের নিজেদের স্কুল থেকেই পরীক্ষা দিতে হবে। উচ্চমাধ্যমিকে 52 টি বিষয় রয়েছে তার মধ্যে অবশ্যই 15 টি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে।
2 রা জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করতে গিয়েও পিছিয়ে আসে সংসদ। মহামারী কালে পরীক্ষা হবে কি না? হলেও কিভাবে এবং না হলে তার প্রতিক্রিয়া কি হবে সবকিছু মিলিয়ে আগামী 72 ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে তারা।
তবে শিক্ষা সংসদের প্রস্তাব বাড়ি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেছে বিশেষজ্ঞ টিম।