কীভাবে নিজেকে নিজে মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে? জেনে নিন তার কৌশল
ডেস্ক: সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যা ছাড়া বর্তমান মানুষের জীবন অসম্পূর্ণ। ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপ এই মাধ্যম গুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ। যার বিশ্বব্যাপী প্রায় 5 বিলিয়নের বেশি ইউজার রয়েছে।
এই অ্যাপটির লঞ্চ হওয়া থেকেই একের পর এক নতুন নতুন ফিচার যুক্ত হতে দেখা গেছে। আজকাল নতুন ফিচার আপডেট হওয়ার ব্যাপার টা প্রায় প্রতিমাসেই দেখা মিলছে। তবে শুধু ফিচারই না, বিশেষ কিছু কলাকৌশল ও হোয়াটসঅ্যাপ করা যায়, যেগুলোর বিষয় আমরা প্রায় সকলেই অজ্ঞাত।
এরমই একধরনের কৌশল হচ্ছে নিজেকে নিজে মেসেজ পাঠানো। হোয়াটসঅ্যাপ একটি মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে আমরা ওপর কোনো ব্যক্তিকে মেসেজ করতে পারি। কিন্তু আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে আপনি নিজেকেও মেসেজ করতে পারবেন?
হোয়াটসঅ্যাপে কীভাবে নিজেকে মেসেজ পাঠাতে পারবেন, জেনে নিন পদ্ধতি
1. প্রথমে অন্য একটি ফোন বা কম্পিউটার থেকে ক্রোম বা ফায়ারফক্স জাতীয় একটি ব্রাউজার খুলে নিন।
2. তারপর সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন wa.me//, তারপর যেই নম্বর দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টি খোলা হয়েছে সেটি আপনার দেশের নির্দিষ্ট ‘ কন্ট্রি কোড ‘ দিয়ে লিখে ফেলুন। উদাহরণ- wa.me//91xxxxxxxxxx ।
3. এরপরে আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনার নম্বর দিয়ে একটি চ্যাটবক্স খুলে যাবে। সেখানে আপনার প্রোফাইল পিকচার এবং নম্বর ও দেখতে পারবেন। আপনি ইচ্ছা মতো মেসেজ, ফটো এবং ভিডিও সেন্ড করতে পারবেন।
আরও একটি পদ্ধতি হলো, আপনারই হোয়াটসঅ্যাপে থাকা কোনো সদস্যকে নিয়ে একটি গ্রুপ ক্রিয়েট করুন এবং তাকে পড়ে গ্রুপ থেকে সরিয়ে দিন। বেশ কাজ শেষ। সেই গ্রুপে আপনি একাই থাকবেন। এবং সেই গ্রুপে আপনি যা মেসেজ ফটো এবং ভিডিও শেয়ার করবেন টা আপনার কাছেই ফিরে আসবে।