নবান্ন অভিযানে আসা ১৮ জনকে হাওড়া আদালতে পেশ হাওড়া সিটি পুলিশের
Desk: নবান্ন অভিযানে আসা ১৮ জন বিজেপি কর্মীকে আজকে হাওড়া আদালতে তোলা হয়। গতকালকের নবান্ন অভিযান কর্মসূচি থেকে এদেরকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। তাঁদেরকে শিবপুর থানা থেকে জগাছা থানাতে আনা হয় আজকে। এরপর হাওড়া আদালতে পেশ করার উদ্দেশ্যে পাঠানো হয় ধৃত ১৮ জনকে। গতকাল ছিল বিজেপির নবান্ন অভিযান।
এই অভিযানকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান এলাকা।এই ঘটনায় মোট ১৮ জন বিজেপি কর্মী সমর্থক কে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা মামলা শুরু করা হয়েছে।আজ তাদের হাওড়া আদালতে পেশ করা হচ্ছে।
বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তপন ভূঁইয়া অভিযোগ করে বলেন রাজ্য সরকার নাটক করছে। গতকাল সারাদিন ধরে সংবাদমাধ্যম দেখিয়েছে নবান্ন অভিযানের চিত্র। গতকাল শান্ত গণতান্ত্রিক আন্দোলনের উপরে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন। এই সরকারের পাশে সাধারণ মানুষের সমর্থন নেই বলেই দাবি করেন তিনি।