ডেস্ক: প্রতি বারের মতো এবারেও বিএসএফ জওয়ানরা পাচারকারীদের আরো একটি প্রয়াসে ব্যাঘাত ঘটায় করে। গত ৩রা মার্চ, প্রায় ভোর সাড়ে তিনটের সময় সীমান্ত রক্ষী বাহিনী চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ৩৮ কেজি মানুষের চুল জব্দ করেছে ।
এই ঘটনাটি নদীয়া জেলার সীমান্ত এলাকার। সেখানে ৮২ বাহিনীর সীমা চৌকি ব্রহ্মাননগরের জওয়ানরা চুল ভর্তি ১০ বস্তা জব্দ করেছে যার মোট ওজন প্রায় ৩৮ কেজি।
জব্দকৃত চুল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস তেহাট্টায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত রক্ষী বাহিনীর জনসংযোগ কর্মকর্তা বলেছেন যে , সীমান্ত রক্ষী বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা চরম বিপাকে পড়ছে। কর্মকর্তা আরও কড়া ভাষায় বলেছেন যে , আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।