খাওয়ানো হচ্ছে শতাধিক ক্ষুধার্থদের, টেম্পোরারি কমিউনিটি কিচেন অভিযানে ‘স্বর্ণিম ফাউন্ডেশন’

ডেস্ক: গত বছর থেকে মহামারীর কারণে বন্দিদশা চলছে দেশের। কলকারখানা বন্ধ হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য ফলে কাজ কারবার হারাতে হয়েছে বহু মানুষকে।

এগুলো পরিস্থিতি গেছে যখন দেশের পরিযায়ী শ্রমিকরা শহর থেকে পায়ে হেঁটে ফিরেছে তাদের গ্রামে।

দেশের শতাধিক দরিদ্র মানুষ প্রাণ হারিয়েছে খিদের জ্বালায়। এক বেলা খাওয়া হয়ে উঠেছিল তাদের কাছে দুষ্কর।

সরকারের সেদিকে নজর না গেলেও বহু বেসরকারি প্রতিষ্ঠান তাদের পাশে থাকার চেষ্টা করেছে প্রতি মুহূর্তে। NGO (Non-Governmental Organisation) গুলি ত্রাণ তহবিল তৈরি করে খাবার, ওষুধ, অক্সিজেন, জামাকাপড় ও মানুষের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয় বহু জায়গায়।

তেমনই স্বর্ণিম ফাউন্ডেশন নামে একটি NGO মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এগিয়ে এসেছে বারংবার।

2013 সালে মাত্র কয়েকজন কর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় স্বর্ণিম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হলেন অজিত বর্মা। তারপর থেকেই সক্রিয়ভাবে লিপ্ত হন এই মহৎ কর্মে।
তারপর থেকে নিয়মিত পৌঁছে যাচ্ছে মানুষদের পাশে তাদের প্রয়োজনে।

দলের সদস্যরাই নিজেদের সাধ্যমত ত্রাণ দিয়ে জায়গায় জায়গায় চালাচ্ছে টেম্পোরারি কমিউনিটি কিচেন। যেখানে প্রতিদিন উপস্থিত থাকছেন শতাধিক ক্ষুধার্ত মানুষ।

গতকাল অর্থাৎ রবিবার তারা হাওড়ার সি রোডে নিজেদের কর্মকার্য চালান। এবং আগামী দিনেও এরকম ভাবেই মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন স্বর্ণিম ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *