ডেস্ক: গত 2 বছর যাবৎ বন্ধ পঠন পাঠন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তালা পড়ে রয়েছে অনির্দিষ্ট কালের জন্য। অনলাইনে চলছে ক্লাস এবং পরীক্ষা।
যদিও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সব রকমের বিধি নিষেধ মেনে নিজ নিজ স্কুলেই নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত স্কুল-কলেজ খোলার বিষয় রাজ্যের সেরম নির্দেশ মিল ছিল না।
রাজ্যে দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে অনেক মাত্রায়। তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা কেটে যায়নি। সোমবার নবান্নে হওয়া একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায়, তৃতীয় ঢেউ তেমন ভয়াবহ না হলে, ভাইফোঁটার পর শুরু হবে স্কুল কলেজ। চলবে স্বাভাবিক পঠন পাঠন।
ইতিমধ্যে, রাজ্যে জারি থাকা কার্যত বিধি নিষেধ শিথিলতা আসায় জন জীবন স্বাভাবিক হয়েছে। পাশাপাশি রেস্টুরেন্ট ও পার্ক খোলার অনুমতি তে মানুষ সময় কাটাতে বেরোতে পারছেন বাইরে। মেট্রো রেল চালু হলেও লোকাল ট্রেন কবে থেকে চালু হবে সে বিষয় আপাতত তেমন বিজ্ঞপ্তি জারি হয়নি।