মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসের কবলে পড়ে ২ হাজারের বেশি মানুষ

ডেস্ক: সাধারণ মানুষের সমস্যা বাড়িয়ে তুলতে দেখা মিললো এক বিরল প্রজাতির ফাঙ্গাস। বেশির ভাগ কোরোনা রোগীদের মধ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমন দেখা যাচ্ছে। এতে মৃত্যুর হার ৫০% বলে জানান চিকিৎসকমন্ডলী। এছাড়াও যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাদের মধ্যে এই ফাঙ্গাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

কোরোনার প্রভাবে গুরুতর অবস্থার শিকার হয়েছিল মহারাষ্ট্র।
এই ধাক্কা সামলে উঠতে উঠতেই আর এক বিপদের সম্মুখীন হতে হয় মহারাষ্ট্রকে। ব্যাঙ্গালুরুর এক হাসপাতালে বেশ কিছু করোনা রোগীদের মধ্যে এই ফাঙ্গাসের চিহ্ন পাওয়া যায়। কিন্তু মহারাষ্ট্রে এই বেশ কিছু সংখ্যা হয়ে দাড়ায় দুই হাজারের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে কোরোনার সংক্রমণ বাড়লে বাড়বে এই ছত্রাকের পরিধিও। এছাড়াও যাদের ইমিউনিটি সিস্টেম কম বা রোগ প্রতিরোধের ক্ষমতা কম, অন্য রোগে ভুক্তভুগি, হার্ট এর রোগী, ডায়াবেটিক পেশেন্ট এসমস্ত মানুষদের এই ছত্রাক সংক্রমণের সম্ভাবনা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্ল্যাক ফাঙ্গাসের নাম দেন মিউকরমাইকোসিস।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এই ফাঙ্গাসের চিকিৎসার জন্য হাসপাতালগুলির সাথে মেডিক্যাল কলেজগুলিকেও এগিয়ে আসতে বলেন। এবং আগামী দিনে কোনো বিশেষজ্ঞ বা ফাঙ্গাস স্পেশালিস্টকে দায়িত্বে নিয়োগ করবেন। এছাড়াও তিনি খরচ সাপেক্ষ চিকিৎসার জন্য জাতীয় ফার্মাসিউটিক্যাল মূল্য নির্ণাক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে দাম কমানোর অনুরোধ জানাবেন বলে জানান।