স্মৃতিচারণে অভিনেতা মনোজ কুমার, ‘উয়ো কৌন থি?’ সিনেমার পোস্টার টুইট করলেন তিনি

ডেস্ক: বর্তমান প্রজন্মের এমন বহু কম ছেলে-মেয়েরাই আছে যারা পুরনো বই দেখে থাকে। তবে রেট্রো গানের চল এখনো রয়েছে। পুরনো গানগুলিকে রিমেক করে পুরো প্রকাশকরা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। কিছু কিছু শুনতে ভালো লাগলো কিছু কিছু গান শ্রাবণের অযোগ্য হয়ে দাঁড়ায়।

সেই বিখ্যাত গান ‘laag jaa gale’ যা পাঁচ দশক ধরে সকল গান প্রিয় মানুষের মনে ছাপ ফেলেছে সেই গানেরই মুভি ‘উয়ো কৌন থি’ র আজ 57 বছর পূর্ণ হল। 1964 সালে রিলিজ হয় মুভি টি।

‘উয়ো কৌন থি’ রিলিজের 57 বছর পর স্মৃতিচারণ করলেন মুভির অভিনেতা এভারগ্রীন মনোজ কুমার। নিজের টুইটার হ্যান্ডেল এ মুভির পোস্টার শেয়ার করে তাতে লেখেন, “দেখতে দেখতে 57 বছর পেরিয়ে গেল, মনে হয় যেন কাল-পরশুরই ঘটনা।”

পাঁচ দশক আগে রিলিজ হওয়া মুভিটির পরিচালক রাজ খোসলা। এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজকুমার, সাধনা শিবদাসানি। এছাড়াও ছবিতে দেখা গেছে হেলেন এবং প্রেম চোপড়া কে ও।

মুভিটির সুরকার ছিলেন মদন মোহন। সিনেমাটির আইকনিক দুটো গান ‘লাগ যা গলে’ এবং ‘নেয়না বরসে রিমঝিম’ রীতিমতো প্রশংসার শিখরে উঠে যায়। মুভির সিনেমাটোগ্রাফি থেকে গান, স্টোরিলাইন, প্লট টুইস্ট অসাধারণ ভাবে উপস্থাপনা করা হয়েছে। যা একটি মাস্টারপিস।
যার কারণে সেরা সিনেমাটোগ্রাফির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পায় ছবিটি।

সাদাকালো এই ছবিটি সাইকোলজিকাল থ্রিলার মুভি। যা ডাক্তার আনন্দ এবং তার প্রেমিকা সন্ধ্যাকে ঘিরে এগিয়ে চলেছে। এক ঝড়ের রাতে রাস্তা এক রহস্যময়ী নারীর সাথে আলাপ হয় ডাক্তার আনন্দের। তারপর সে সন্ধ্যা অর্থাৎ সেই মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দেন আনন্দ। তারপর থেকেই এক বৈচিত্র ঘটনায় জড়িত হন তিনি।

প্রেমের সম্পর্ক শুরু হয় আনন্দ ও সন্ধ্যার মধ্যে যা বিয়ে পর্যন্ত গড়ায়। তারপর হঠাৎ আনন্দ জানতে পারে তার হবু স্ত্রী আসলে মানুষ নন, তিনি একজন অশরীরী। তারপর থেকেই খোঁজ শুরু হয় কে সেই অশরীরী? কেন আনন্দের পিছু নিচ্ছে সে?