বিধানসভায় বিজেপির হইহট্টগল, শুরু হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতে বিক্ষোভ

ডেস্ক: ভোট পরবর্তী হিংসা নিয়ে বারংবার বিজেপি জানিয়ে এসেছে বিক্ষোভ। হাইকোর্ট থেকে বিধানসভা সর্বত্র একই প্রসঙ্গে বঙ্গ বিজেপি তুলেছে হুংকার।

গত শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ চলাকালীনই বিরোধীদল শুরু করেছিল ক্লেশ। ফলে রাজ্যপালকে ভাষণ শুরুতেই শেষ করতে হয়। এবারেও একই রূপ দেখা দিল বিধানসভায়। ভোট পরবর্তী অশান্তি নিয়ে সরব বিজেপি। তৃনমূল ও পিছিয়ে না থেকে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে করলো পাল্টা আক্রমণ।

তবে শুধু ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির প্রতিবাদ নয় গতকাল ভুয়ো টিকাকান্ডের বিরোধিতা করে মিছিল বার করেছিল রাস্তায়। রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মত বিরোধি দলের বড়ো মাথারা রাজ্য সরকারের দায়িত্বজ্ঞানহীনতা কাজ কর্মের জন্য বিক্ষোভের হুংকার তোলে। দাবি করে সিবিআই তদন্তের।