ডেস্ক: 14ই আগস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিসব। আর সেই শুভেচ্ছা জানতে গিয়েই ট্রোলিংয়ের মুখে প্রাক্তন পাক ক্রিকেটার কামরন আকমল। স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় স্বাধীনতা দিবসের বানানই ভুল লেখেন তিনি।
14 ই আগস্ট উপলক্ষে প্রাক্তন পাক উইকেটকিপার নিজের টুইটার অ্যাকাউন্টে ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে’ লেখার বদলে লেখেন ‘হ্যাপি ইন্ডিপেন্স ডে’। ব্যাস সেখান থেকেই শুরু হয় লাগাতার কমেন্ট আর ট্রোলিং। ওঠে সমালোচনার ঝড়। পোস্টটি শেয়ার করার 15 ঘণ্টা পেরিয়ে গেলেও পোস্টটি ডিলিট করেননি আকমল। ভুল না শুধরে বরং পোস্টটি এখনো রেখে দিয়েছেন তিনি।
— Kamran Akmal (@KamiAkmal23) August 13, 2021
সকলের প্রশ্ন একজন ক্রিকেটার এমন ভুল করেন কি করে। আর যদি করেও থাকেন তাহলে সংশোধন এখনো পর্যন্ত করেনি কেনো? পোস্টে একের পর এক কমেন্ট পড়তে থাকে অনেকে জিজ্ঞাসা করে এমন পোস্ট কেন করেন? আবার কেউ কেউ মজা করে লেখেন, ব্রিটিশদের দিয়ে স্বাধীনতা পাওয়ার পর তাদের শব্দের বিরুদ্ধে এই প্রতিবাদটাই কাম্য।