আবার সামনে রবিবার ভারত পাকিস্তান এর খেলা হবে!

ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই করেও জীত তে পারেনি ভারত। এইরকম পরিস্থিতি তে ভারতীয় সমর্থকদের একটাই চিন্তা এশিয়া কাপের ফাইনালে ট্রফি না জিতেই দেশে ফিরে আসতে হবে ভারতীয় দল কে।তবে বিশেষজ্ঞ দের মত এখনো অনেক সুযোগ আছে ভারতের কাছে।

এই এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী চার টি দল একে অপরের সাথে খেলবে । পয়েন্ট তালিকার পর যে দুটি দল সবার ওপরে থাকবে তারাই ফাইনাল খেলবে। ভারতের কাছে দুটি ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান র বিরুদ্ধে যদি ভারত জিতে যায় তবেই ফাইনালে যেতে পারবে।

সেখানে অনেক কিছু বিষয় ভারত কে মাথায় রাখতে হবে।আর যদি পাকিস্তান এর কাছে শ্রীলঙ্কা হেরে গেলে ভারত এর চিন্তা বেড়ে যাবে কারণ রান রাটে অনেক পিছিয়ে গেছে ভারত।

তাই ভারত কে ফাইনাল খেলতে হলে অনেক বেশি রান এ জিত তে হবে।ক্রিকেট প্রেমী দের মধ্যে সবাই তাকিয়ে আছেন আগামী 11 সেপ্টম্বর এশিয়া কাপ ফাইনালে মুখো মুখি হোক ভারত এবং পাকিস্তান।

রবিবার এর ম্যাচের অন্য তম নায়ক মহম্মদ রিজওয়ান এই নিয়ে বলেছেন “দলের সকলের সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে।মজা করে এশিয়া কাপকে তিন ম্যাচের সিরিজ হিসাবে মনে করেছেন অনেকেই।র সবামানুষ এ চাইছে ভারত আর পাকিস্তান এই দুই দল ফাইনালে খেলুক”।