2 শতাংশের নিচে সংক্রমণের হার, ক্রমশ সুস্থ হয়ে উঠছে বাংলা

ডেস্ক: দ্বিতীয় ঢেউ শিথিল হওয়ার সাথে সাথে প্রায় নিয়ন্ত্রণে এসেছে বাংলার কোরোনা পরিস্থিতি। ভাইরাসের দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠে সুস্থ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। বর্তমানে দুই শতাংশের নিচে ঠেকেছে সংক্রমণের হার। কঠোর কোরোনা বিধি আরোপের ফলে বর্তমানে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে রাজ্যের সুস্থতায়। তবে আসন্ন তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্যের চিকিৎসক মহল।

এবং সে কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। কিছুদিনের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের শুরু হচ্ছে নতুন প্রকল্প।

রাজ্য সরকার প্রদত্ত প্রনাম বলেছেন অনুযায়ী রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কোরোনা ধরা পড়েছে কলকাতায়। যেখানে আক্রান্তের সংখ্যা 77 জন। এবং মৃত্যু হয়েছে 2 জনের। এরপর উত্তর 24 পরগনা, যেখানে আক্রান্তের সংখ্যা 56 জন এবং মৃত্যু হয়েছে 3 জনের। এছাড়াও রাজ্যের বাকি জেলাগুলিতে সংক্রমণ 100 র নিচে। মৃত্যু হয়নি রাজ্য 20টি জেলায়।

রাজ্য জুড়ে সংক্রমণ ধরা পড়েছে 510 জনের মধ্যে। এবং আজকের আক্রান্তদের নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা 15 লক্ষ 43 হাজার 496 জন। এবং রাজ্যে একদিনে সুস্থতার হার 628 জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন 15 লক্ষ 15 হাজার 789 জন। রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃতের সংখ্যা 18 হাজার 371 জন। সুতরাং বর্তমানে রাজ্যে সুস্থতার হার 98.20 শতাংশ। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১ কোটি জনগণের ডবল ডোজ ভ্যাকসিন হয়ে গিয়েছে।