ডেস্ক: গত 24 ঘন্টায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা নামলো দুই হাজারের নিচে। রাজ্যে কোরোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়লেও বর্তমানে পরিস্থিতি শিথিল।
যেখানে রাজ্যে নতুন কোরোনা পরীক্ষা করা হয় 47 হাজার 771 জন মানুষের ওপর। এবং সেখানে 1,852 জনের মধ্যে সংক্রমণ পাওয়া যায়। কিন্তু মৃত্যুর হার বেড়েছে সামান্য যেখানে কোরোনায় মৃতের সংখ্যা 47 জনের।
বর্তমানে সব মিলিয়ে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 18 লক্ষ 83 হাজার 587 জন। এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2 হাজার 113 জন। সবমিলিয়ে রাজ্যে সুস্থ হয়েছে 14 লক্ষ্য 83 হাজার 556 জন। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে কোরোনায় সুস্থতার হার 97.30 শতাংশ।
কোরোনার সংক্রমণ রুখতে রাজ্যে জারি হয়েছে কিছু বিধিনিষেধ। যেখানে প্রায় সমস্ত কিছুই খোলার অনুমতি দেয়া হয়েছে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে। আগামী পয়লা জুলাই পর্যন্ত থাকবে এই বিধি নিষেধ। পরবর্তীকালে এটি সমাপ্তি হবে নকি বৃদ্ধি হবে এ বিষয় কোনো রকম। নির্দেশিকা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
দেশে এখনো পর্যন্ত 23 কোটি জনগণের টিকাকরণ হয় গেছে। যেখানে গত সোমবার গোটা দেশের 88 লক্ষ মানুষকে একদিনে টিকা দিয়ে রেকর্ড গড়েছে ভারত।