নারীশক্তির প্রভাব রাজ্য সরকারের মন্ত্রী সভায়, ৯ জন মহিলা মন্ত্রী নবান্নে

ডেস্ক: বাংলায় তৃণমূলের জয়ের পিছনে বাংলার নারীদের অবদান বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জয়ের পর থেকেই তিনি বাংলার মহিলাদের ধন্যবাদ জানিয়েছেন বহুবার। এবং বাংলার মহিলাদের কতটা গুরুত্ব দিয়েছেন তা এবারের মন্ত্রী নির্ধারণের তালিকা দেখেই জানা যায়। এবারে পশ্চিমবঙ্গে মমতা সরকারের হাল ধরতে নিয়োগ করা হলো ৮ জন মহিলাকে মন্ত্রী হিসাবে।

যাদের মধ্যে ১জন পূর্ণমন্ত্রী, ৩জন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ৪ জন প্রতিমন্ত্রী।
বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে মোট ৯ জন মহিলা মন্ত্রী রাজ্যে।

৮ জন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন –

শশী পাঁজা – নারী ও শিশু কল্যাণ , সমাজ কল্যাণ

চন্দ্রিমা ভট্টাচার্য – পুর ও নগর উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন

রত্না দে নাগ – পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, জৈব প্রযুক্তি

সন্ধ্যারানি টুডু – পশ্চিমাঞ্চল উন্নয়ন, সংসদ বিধায়ক

শিউলি সাহা – পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

ইয়াসবিন সাবিনা – সেচ, জলপথ পরিবহন ও উত্তরবঙ্গ উন্নয়ন

বীরবাহ হাঁসদা – বন

জোৎস্না মান্ডি – খাদ্য ও গণ বন্টন

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *