হাইকোর্ট থেকে খারিজ হলো অন্তর্বর্তী জামিন, ৪ অভিযুক্তদের হেফাজতে নিলো সিবিআই

ডেস্ক: খারিজ হয়ে গেল জামিনের নির্দেশ।
সিবিআই এর আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দ্রাল সোমবার রাতে অভিকযুক্ত রাজ্যের রুলিং পার্টির হেভিওয়েট ৪জন নেতার নিম্ন আদালতে জামিনের নির্দেশ খারিজ করে দিল।

আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে তার আগে পর্যন্ত কেউ ছাড়া পাচ্ছেন না।
যেহেতু সিবিআই অভিযুক্তদের জেল হেফাজতে নিয়েছিল তাই এক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়, সুভ্রত মুখোপাধ্যায়, ববি হাকিম ও মদন মিত্র কে জেল হেফাজতে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রে জানা যায়, প্রেসিডেন্সি কারাগারে রাখা হতে পারে তাদের। আদৌ কি আগামী বুধবারে তারা জামিন পাবে সেই নিয়ে আশঙ্কা রয়েছে সকলের মধ্যেই। অন্যদিকে অভিযুক্তদের গ্রেপ্তার করার পর সিবিআই হেডকোয়ার্টার নিজাম প্যালেসের বাইরে বিশৃংখলার ছবি দেখা যায়। সেটিকেই হাতিয়ার করে সিবিআই জানায়, “প্রতিবার তদন্ত করতে নামলে নানাভাবে বাধার সম্মুখীন হতে হয় তাদের। এভাবে তদন্ত করা সম্ভব নয়। নিম্ন আদালতের রায়ে কোনও ভাবে রাজনৈতিক প্রভাব থাকতে পারে।” তাই জামিনের নির্দেশের ওপর হস্তক্ষেপ করে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।

এ মামলায় তৃণমূলের আইনজীবীদের থেকে পরামর্শ নেয়া হয়নি বলে দাবি করেন তৃণমূলের নেতারা। হাইকোর্টের বক্তব্য অনুসারে, যে পরিস্থিতিতে জামিন দেয়া হয়েছিল তা ন্যায্যভাবে হয়নি। ফলে মন্ত্রীদের বসিয়ে রাখা হয়েছিল আদালতে। আগামী বুধবারের আগেই গোটা মামলার ফলাফলের কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে অভিযুক্তদের পরিবারের লোকেরা এসে পৌঁছেছিল নিজাম প্যালেসে।