ডেস্ক: আজ ১২ই মে। আজকের দিনটি উৎসর্গ করা হয় আমাদের সমাজের সেবিকা অর্থাৎ নার্সদের উদ্দেশ্যে। আজকের দিনটি কে পালন করা হয় “আন্তর্জাতিক নার্স ডে” (international nurses day) হিসাবে। আজকের এই বিশেষ দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইতালির অভিজাত পরিবারে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ১৮২০সালের ১২ই মে তার জন্ম হয়।
সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তাঁরা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি পালন করে বিশ্ব। টানা এক বছর ধরে কোরোনার প্রকোপে থাকা পৃথিবীকে সুস্থের উদ্দেশ্যে দিবারাত্রি এক করে দিচ্ছেন ডাক্তারদের সাথে নার্সরাও। সুখ সাচ্ছন্দ ভুলে, পরিবার ভুলে মানুষের সেবায় পরে থাকছেন হাসপাতালে। লক্ষ্য একটাই, করোনা আক্রান্তদের সুস্থ করে তোলা। কোভিডে মৃত্যুও হয়েছেন অনেক নার্সের। কিন্তু তারপরও দায়িত্ব-কর্তব্যে একটু খামতি দেখা দেয়নি। বরং পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নার্সরা। প্রাণের মায়া ত্যাগ করে, দুধের শিশুকে ঘরে রেখেও দায়িত্ব পালন করে চলেছেন তারা। তাই এই বিশেষ দিনে বিশ্বের সমস্ত নার্সদের আজ কুর্নিশ হয়।
১৯৫৩ সালে প্রথম এই দিন সূচনার কথা ভাবা হয়েছিল। ১৯৬৫ সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস ‘আন্তর্জাতিক নার্সেস ডে’- র প্রতিষ্ঠা করেন। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ১৯৭৪ সালে এই দিন পালনের অনুমতি পাওয়া গিয়েছিল।