ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাপেল লাভারদের জন্য সুসংবাদ। ভারতের আসতে চলেছে আইফোন 13 প্রো। চলতি বছরেই ভারতের বাজারে লঞ্চ হবে আইফোন 13 এর সিরিজ। ভারতে আইফোন 12 সেইরূপ ব্যবসা করতে পারেনি লঞ্চ হওয়ার পর। যা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু 13 সিরিজ নিয়ে আশাবাদী অ্যাপেল কোম্পানি।
জেনে নেওয়া যাক কি কি ফিচারস্ আছে আইফোনে 13 এ
1. নতুন আইফোনে স্ক্রিনের উপরে থাকা নচ’টি আগের মডেল গুলি তুলনায় ছোট থাকবে। যেখানে নচে থাকবে front-facing ক্যামেরা এবং সেন্সর।
2. হেডফোন/চার্জার পোর্ট থাকবে ফোনের ওপরে ফ্রেমে ।
3. ফেস আইডি ব্যবহারে সুবিধার্থে VSCL চিপের আকার 50% ছোট করা হয়েছে।
4. সাধারণত যেই কালার ভেরিয়েন্ট এ আইফোন লঞ্চ হয় সেখান থেকে একটু সড়ে ব্ল্যাক কালার এ ও এবারে লঞ্চ হবে 13 সিরিজ।
5. আইফোন 13 এবং আইফোন 13 প্রো 7.57 মিলিমিটার পুরু হবে। আইফোন 13 থাকবে 2.51 মিলিমিটার ক্যামেরা বাম্প এবং আইফোন 13 প্রো এ থাকবে 3.5 মিলিমিটার ক্যামেরা বাম্প।
6. থাকতে পারে 3,095 থেকে 4352 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
7. থাকবে A15 বায়োনিক চিপ যা ফোনের কার্য ক্ষমতা বৃদ্ধি করবে।
8. 1 TB পর্যন্ত স্টোরেজ থাকবে।
9. 13 প্রো তে থাকবে wifi 6E সহায়তা।
10. থাকবে 120 HD রিফ্রেশ রেট এবং LTP ডিসপ্লে। যাতে ব্যাটারির আয়ু বাড়ে।
11. টাচ আইডি’র জন্য থাকবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
12. এছাড়াও থাকতে সিক্স এলিমেন্ট আল্ট্রা ওয়াইড লেন্স। এতে বৃদ্ধি হবে ছবির গুণগতমান সঙ্গে থাকবে অটোফোকাস এর ক্ষমতা ও।
13. ক্যামেরা থাকতে পারে অ্যাস্ট্রোগ্রাফি মোড। থাকবে f/1.8 aperture। রাতের অন্ধকারে ও পরিষ্কার ছবি তোলার জন্য।
14. নতুন মডেলে লাইডার সেন্সর থাকতে পারে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে ফোন টি। একজন পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি দামের ক্ষেত্রে। তবে বিশেষজ্ঞের মতে এটির ভারতে দাম হতে পারে 1 লাখ 25 হাজার টাকা।