জঙ্গিহামলার জেরে বন্ধ হলো কাশ্মীর !

ডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের গুলি করে হত্যা করল জঙ্গিরা। পাওয়া খবর অনুযায়ী মোট মৃত্যু ২৬। আহত ১২। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল জম্মু ও কাশ্মীর। ভূস্বর্গে ফের আঘাত হানল জঙ্গিরা। গতকাল, মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারনে ঘটল মর্মান্তিক ঘটনা। পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। এখনও পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১২ জন। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। ওদিকে ঘটনার খবর পেয়েই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলেছে চিরুনি তল্লাশি।

কিন্তু এর জেরে কাশ্মীরে প্রায় বনধের পরিস্থিতি! জঙ্গিহানার প্রতিবাদে গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম সেখানে স্তব্ধ জনজীবন, বন্ধ সব।

জানা গিয়েছে, পাকিস্তানের ‘লস্কর-ই-তৈবা’ জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা ‘টিআরএফ’-এর কাজ এটি। যাই হোক, ঘটনার পরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলি।
কিছু কিছু সরকারি স্কুল খোলা থাকার খবর পাওয়া গেলেও অধিকাংশ স্কুলই বন্ধ।
শ্রীনগরে শুনশান রাস্তাঘাট, বন্ধ ব্যবসাপত্র। বন্ধ দোকানপাট। এমনকি জ্বালানি পর্যন্ত মিলছে না। শুধু কিছু এসেনশিয়াল সার্ভিস খোলা রয়েছে। ব্যক্তিগত গাড়ি চললেও, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধই।

ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিপলস কনফারেন্স, আপনি পার্টি– একযোগে সব রাজনৈতিক দলই এই শাটডাউনকে সমর্থন জানিয়েছে।