ডেস্ক: দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।
কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পরেও বাড়ির ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছেন তারা। ক্রমাগত বাড়ি থেকে বেরিয়ে আসে নীল রাসায়নিক তরল। ওই তরলের গন্ধে মম করছে এলাকা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমদকলকে খবর দেওয়ার পর অনেকটা দেরিতে আসে অগ্নিনির্বাপক ইঞ্জিন। দমকল ঠিক সময়ে এসে বাড়িটা এভাবে পুড়ে খাক হয়ে যেত না। স্থানীয়দের আশঙ্কা, বাড়িটি এতই পুরনো যে, যেকোনও সময়ই ভেঙে পড়তে পারে বাড়িটি। তিন ও চারতলা আপাতত আগুনের গ্রাসে। ওই তলায় থাকে বেশ কিছু পরিবার। তাদের আশঙ্কা, এই আগুন তাঁদের নিঃস্ব করে দিল ।
দমকলের ৬টি ইঞ্জিনের প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় সূত্রে খবর, বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। বাড়ির ভিতরে একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার চার ঘণ্টা পর উৎসে পৌঁছন দমকল কর্মীরা। বাড়িটি প্রোমোটিংয়ের কথা বার্তা চলছিল বলে দাবি এক সেখানে অফিস থাকা এক আইনজীবীর। যদিও বাড়িটির মালিকপক্ষের দাবি, প্রোমোটিং নিয়ে কারওর সঙ্গে কোনও কথা বার্তা হয়নি। কিছু নির্মাণকাজের জন্য় কলকাতা পুরসভাতে চিঠি দেওয়া হয়েছিল।