
ডেস্ক: সম্প্রতি কিছু দিন ধরেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত চর্চায় আছেন। সোশ্যাল মিডিয়াতে বিতর্কি পোস্টের জন্য কখনো হতে হয়ছে ব্যান কখনো বা দায়ের হয়েছে FIR ।
এবারেও সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য চর্চায় কঙ্গনা তবে বিষয়টা রাজনৈতিক না, শারীরিক।
একটি ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা নিজের ধ্যান মগ্ন ছবির সাথে ক্যাপশন e COVID-19 এ পজিটিভ হওয়ার কথা জানায়।
টুইটারে সাসপেন্ড হওয়ার পর থেকেই তিনি ইনস্টাগ্রামে বেশ সক্রিয়।
তবে তার এই পোস্টে ফের চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় নেট দুনিয়ায়।