FIR-এর পরেও থামেনি কাঙ্গনা, টুইটার ছেড়ে এবার ইন্সটাগ্রামে পোস্ট

ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায়শই বিতর্কে জড়িয়ে থাকেন। পশ্চিমবঙ্গ পোস্ট-পোল ভায়োলেন্স কে ঘিরে আপত্তিকর টুইট করার অপরাধে ব্যান করা হয়েছিল তার টুইটার অ্যাকাউন্ট। কিন্তু তিনি চুপ করার ব্যক্তি নন।

একের পর এক কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্ট চলতে থাকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

কঙ্গনা নিজের বিকৃত চিন্তা ভাবনার প্রমাণ তখন দেন যখন একটা রাজ্যের মূখ্যমন্ত্রী কে তারকা রাক্ষসী বলে অভিহিত করেন।

হ্যাঁ, কঙ্গনা নিজের একটি টুইট-এ বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তারকা রাক্ষসী বললেন। যিনি রক্তের তৃষ্ণার্ত।

এইরূপ কুরুচিকর মন্তব্যের কারনে তাঁর টুইটার অ্যাকাউন্ট চিরতরে স্থগিত করা হয়েছিল।

কিন্তু তাতেও কেউ লাগাম লাগাতে পারেনি তার মুখে। এই বার তিনি আশ্রয় নেন ইনস্টাগ্রামে। একের পর এক ইনস্টাগ্রাম স্টোরিতে পশ্চিমবঙ্গের শুভাকাঙ্ক্ষী হয়ে সেখানের শাসন ব্যবস্থার ঘোর অপমান চালাতে থাকেন তিনি। তিনি লেখেন “রক্তের তৃষ্ণার্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার শক্তির জোরে আমাকে নিরব করতে চান”।

এদিকে কলকাতার উলতাডাঙ্গায় তাঁর বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয় তৃণমূল নেতা রিজু দত্তের পক্ষ থেকে।

এফআইআর দায়েরকারী তৃণমূল নেতা রিজু দত্ত কঙ্গনার বিরুদ্ধে বাংলায় দাঙ্গা চালানোর চেষ্টা করার অভিযোগ করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে কঙ্গনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।