ডেস্ক: 1 থেকে 3 জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা বাঙালি কনফারেন্স। সেই কনফারেন্সে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্যে তুলে ধরা হবে প্রদর্শনীর মাধ্যমে।
রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগেই এই আয়োজন। উদ্দেশ্য, প্রবাসী বাঙালিদের সামনে রাজ্য সাফল্য তুলে ধরা শিল্পে রাজ্য সাফল্য তুলে ধরতে তাজপুর বন্দর সিলিকন ভ্যালির মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প গুলি প্রদর্শন করা হবে। এর ফলে রাজ্যের পর্যটনে লগ্নি সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছে নবান্ন।
UNESCO র স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। তাই সেই সাফল্য বড় আকারে তুলে ধরা হবে লাস ভেগাসের কনফারেন্সে। নবান্ন সূত্রে খবর, কন্যাশ্রী, সবুজশ্রী মতো প্রকল্প যেগুলি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো প্রদর্শন করা হবে। দেখানো হবে দূর্গা পূজার ও রেড রোড কার্নিভাল এর ভিডিও। পাশাপাশি দেখানো হবে পুরনো দিনের বেশ কিছু বিখ্যাত সিনেমা। যার প্রিন্ট নষ্ট হয়ে গেছিল, সেই রকম সব সিনেমার ডিজিটাল প্রিন্ট এর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যার মধ্যে সত্যজিৎ রায়ের বানানো সিনেমাও আছে।
আরো পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে
রাজ্য তথ্য-সংস্কৃতি দপ্তরের এক কর্তা বলেন, ‘উত্তর আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে কয়েক হাজার মানুষ মিলিত হবেন। সেখানে বসবাসকারী অনাবাসী বাঙালিরা ছাড়াও বহু বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। রাজ্যের কর্মকাণ্ড তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। এই নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও আমন্ত্রণ জানানো হয়েছে।’