ডেস্ক: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন একজন সেনা আধিকারিক সহ ৪ জন জওয়ানের। এখনও এনকাউন্টার চলছে বলে সেনা সূত্রে জানা গেছে।
ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ডোডা জেলার ডেসা জঙ্গল এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।
সেই সময় আচমকা সেনাদের কনভয় লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর তরফে। এরপর লাগাতর দু-পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে গুলির লড়াই চলার পর একজন সেনা আধিকারিক সহ পাঁচজন সেনা জওয়ান গুরুতর ভাবে জখম হন। জখম হন একজন পুলিশ আধিকারিকও।
তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনা সূত্রে জানা যায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক। সেনা আধিকারিকরা আরও জানান যে ডেসা এলাকায় দু থেকে তিনজন জঙ্গি ওই লুকিয়ে রয়েছে। তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে তল্লাশি চলছে। পরে খবর আসে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা সেনা আধিকারিক ও জওয়ানদের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে।
ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৯টার সময় জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই শুরু হয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই গুলির লড়াইয়ে আমাদের বীর সৈনিকদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে, ডোডার ডেসা এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের নিরস্ত করার জন্য ওই এলাকায় আর সেনা জওয়ানদের পাঠানো হয়েছে। অপারেশন এখনও চলছে। সেনার ওপর এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স।