কলকাতা পৌরসভা নির্বাচন 2021 এক্সিট পোল : তৃণমূলের ঝড়ে বাম-কংগ্রেস শূন্য, বিজেপি কে 10 আসনেরও কম
কমিটি ফর পলিটিক্যাল অ্যাওয়ারনেস ড্রাইভ (C-PAD) এর এক্সিট পোলে টিএমসি 133-137 আসন পাচ্ছে
কলকাতা : কলকাতা পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝড়ে, বাম-কংগ্রেস সম্পূর্ণরূপে সাফ হয়ে যাবে, অন্যদিকে বিজেপি ডাবল ডিজিটও স্পর্শ করতে পারবে না। তাকে ১০টির কম আসনেই সন্তুষ্ট থাকতে হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস 90 শতাংশের বেশি আসনে একতরফা রেকর্ড-ব্রেকিং জয় নথিভুক্ত করবে।
নির্বাচনী সমীক্ষা ও পর্যালোচনা সংস্থা ‘কমিটি ফর পলিটিক্যাল অ্যাওয়ারনেস ড্রাইভ (সি-প্যাড)’ তার এক্সিট পোলে একই দাবি করেছে। সি-প্যাড এক্সিট পোল দেখায় যে 2021 সালের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে তৃণমূল কংগ্রেস 133-137টি আসন জিতেছে, যেখানে বিজেপি মাত্র 5-9টি আসন পাবে। একইসঙ্গে কংগ্রেসকে শূন্য থেকে ১টি এবং বামফ্রন্টকেও শূন্য থেকে ১টি আসন দেখানো হয়েছে । অন্য 0-1 আসন পেতে পারে।
C-PAD Exit Poll for Kolkata Municipal Corporation Election – 2021#ExitPoll #KMC #KolkataMunicipalCorporation #ExitPollKMC #KMCExitPoll #CPAD #CPADExitPoll #CPADExitPollKMC pic.twitter.com/cROnXXEHJg
— Committee for Political Awareness Drive (@CPADrive) December 19, 2021
সি-প্যাডের সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভায় আরও শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বিজেপির আসনও বাড়বে।2A015 সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেস 113টি, বিজেপি ছয়টি, বামফ্রন্ট 18টি এবং কংগ্রেস পাঁচটি আসন জিতেছিল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ওয়ার্ডের সংখ্যা ১৪৪টি। বোর্ড তৈরির জন্য এখানে ম্যাজিক ফিগার 63।
রবিবার মোট 4,959টি বুথে ভোট হয়েছিল। ভোটের সময় সহিংসতার ঘটনাও সামনে এসেছে। ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস ও বামেদের তরফে নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও একই ধরনের অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে।