ডেস্ক: বরাবরই আমরা এমন সিনেমা দেখে এসেছি যেগুলি আমদের সোশ্যাল মেসেজ দিয়ে থাকে। বলিউডে এমন অগুনতি সিনেমা রয়েছে। কিন্তু বলিউডে এমন সিনেমা অনেক কমই তৈরি হয়েছে যেগুলো সেক্স এডুকেশন নিয়ে দর্শকদের অবগত করেছে। তবে হালফিলে বলিউডে এমন কিছু সিনেমা তৈরি হচ্ছে যা এন্টারটেইনমেন্টের মাধ্যমে বহু সেন্সিটিভ বিষয়বস্তু গুলি নিয়ে মেসেজ দিচ্ছে, নতুন প্রজন্মকে সজাগ করানোর জন্য।
ঠিক তেমনি একটি মুভির ট্রেলার রিলিজ হল গত 13ই জুলাই। সিনেমার নাম ‘মিমি’। সিনেমাটি ও.টি.টি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে খুব সম্ভবত 30 শে জুলাই রিলিজ হতে চলেছে। সিনেমাটির প্রেক্ষাপট মিমি নামে একটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে। যে লক্ষ লক্ষ টাকার বিনিময় হবে দুই বিদেশী দম্পতির সেরোগ্রেট মাদার। সারোগ্যাসি এমন একটি পদ্ধতি যেখানে কোনো পিতামাতা তাদের সন্তান প্রতিপালনের জন্য অন্য এক মহিলার গর্ভের সাহায্য নেয়। চলতি কথায় ভাড়া নেয়। সন্তানটি যতদিন না জন্ম নিচ্ছে ততদিন দম্পতির সাথে একটি চুক্তিবদ্ধ থাকে সেই গর্ভধারিনী মহিলা।
এবারেও এই প্রক্রিয়াকে তুলে ধরা হয়েছে চিত্রনাট্যের মাধ্যমে। পরিচালক লক্ষ্মণ উটেকার এই সিনামটির পরিচালনায় রয়েছে। এ সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিমি ওরফে কৃতি সানন, পঙ্কজ ত্রিপাঠী ও সাই তামানকার কে এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ইভলিন এডওয়ার্ডস, অ্যাডান হয়াটক, সুপ্রিয়া পাঠক ও মনোজ পাহওয়া কে।কৃতি সানন ও পঙ্কজ ত্রিপাঠি র কে দ্বিতীয় বার একসাথে কাজ করতে দেখা যাবে এই সিনেমায়।
মিমি সিনেমার ট্রেলার ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। একজন সাধারণ মেয়ে থেকে সারোগ্রেট মাদার এর জার্নি এই সিনেমাতে সাদৃশ্য। এছাড়াও এই সিনেমাতে দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সামাজিক চিরাচরিত সমস্যা গুলি তৈরি হয় থাকে সে বিষয়েও তুলে ধরা হয়েছে।
কৃতি সানন ইনস্টাগ্রম পেজ এর সিনেমা নিয়ে বহু পোস্ট দেখা গেছে।