কোন অভিশাপের শিকার ‘বালিকা বধূ’ ধারাবাহিক? অস্বাভাবিক মৃত্যু তিন মুখ্য চরিত্রের

ডেস্ক: বৃহস্পতিবার বলিউড তারকা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে নড়ে ওঠে ইন্ডাস্ট্রি। মাত্র 40 বছর বয়সে প্রাণ হারান তিনি। তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ডাক্তারি সূত্র অনুযায়ী সিদ্ধার্থের মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্ট এর কারণে হয়েছে। কিন্তু ফিটনেস ফ্রিক সিদ্ধার্থের মৃত্যু কিভাবে কার্ডিয়াক অ্যারেস্ট এর কারণে হতে পারে তা বুঝে উঠতে পারছে না তার অনুরাগীরা।

বিগত বহু বছর যাবৎ স্ট্রাগল করে আজ নিজেস্ব পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি। বালিকা বধূ ধারাবাহিক থেকে জনপ্রিয় হন সিদ্ধার্থ শুক্লা। এক সময় সেই ধারাবাহিক ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ধারাবাহিকের প্রধান চরিত্রের অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে আজ কেউই বেঁচে নেই।

ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘আনন্দী’ অর্থাৎ প্রত্যুষা ব্যানার্জী বেশ কয়েক বছর আগেই অস্বাভাবিক ভাবে মারা যান। চলতি বছর ‘দাদিসা’ অর্থাৎ সুরেখা সিক্রির মৃত্যু হয় ব্রেন স্ট্রোকে। এবং গত বৃহস্পতিবার হঠাৎই মৃত্যুর খবর আসে ধারাবাহিকের নায়ক ‘শিবরাজ’ অর্থাৎ সিদ্ধার্থ শুক্লার।

প্রত্যুষা ব্যানার্জী: বাংলার মেয়ে প্রত্যুষা। বেশ কয়েক বছর যাবৎ হিন্দি সিরিয়াল ‘বালিকা বধূ’ তে অভিনয় করেছেন তিনি। সিরিয়ালের মুখ্য চরিত্র আনন্দী তে তাকে দেখতে অভ্যস্ত ছিল দর্শকরা। ধীরে ধীরে জনপ্রিয়ও হয়ে ওঠেন বছর 24 এর প্রত্যুষা। কিন্তু 2016 সালে মুম্বাইয়ের ফ্ল্যাটে থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যান দর্শকরা। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও। প্রত্যুষার পরিবারের সদস্যরা অভিযোগ তোলে অভিনেত্রীর প্রেমিক অভিনেতা রাহুলরাজ সিংয়ের ওপর। তাদের দাবি, রাহুল প্রত্যুষার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতো। যা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অভিনেত্রী।

সুরেখা সিক্রি: বালিকা বধূ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র ‘দাদিসা’ যার অভিনয়ে ছিলেন সুরেখা সিক্রি। বহু দিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। 2018 সালে স্ট্রোকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন তিনি। 2020 সালে ব্রেন স্ট্রোক হয় তার। অবশেষে চলতি বছরের জুলাই মাসে মৃত্যু হয়। সেই সময় তার বয়স হয়েছিল 76 বছর। জানা যায় শেষ বয়সে আর্থিক অনটন চলছিল তার।

সিদ্ধার্থ শুক্লা: শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন বালিকা বধূ ধারাবাহিকে। ছিলেন নায়কের ভূমিকায়। বিগ বস 13 র বিজেতা ছিলেন তিনি। দর্শকদের কাছে বেশ পছন্দের অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি। সূত্রে জানা যায়, বুধবার রাতে কিছু ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে গিয়েছিলেন তিনি। কিন্তু ঘুম থেকে ওঠেননি আর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘুমের ঘোরেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।