ডেস্ক: বলিউডে নক্ষত্রপতন। বলিউডের কিংবদন্তি অভিনেতা মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার ইতি টানলেন নিজের জীবন যাত্রার। বুধবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই বর্ষীয়ান অভিনেতার বয়স হয়েছিল 98 বছর।
জুন মাসের শেষ থেকেই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চলছিল তাঁর চিকিৎসা। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যার কারণেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। সূত্রে জানা যায় ফুসফুসে জল জমে ছিল তাঁর, দেখা দিয়েছিল কিডনির সমস্যাও। গত 6 জুন শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দীলিপবাবু কে। এবং বেশ কিছুদিন চিকিৎসা চালানোর পর হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয় তাঁকে। কিন্তু বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবনতি দেখা দেয়। যার কারণে 30 শে জুন দ্বিতীয়বারের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
With a heavy heart and profound grief, I announce the passing away of our beloved Dilip Saab, few minutes ago.
We are from God and to Him we return. – Faisal Farooqui
— Dilip Kumar (@TheDilipKumar) July 7, 2021
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ডাক্তার জানান তার ‘Bilateral Pleural Effusion’ এর সমস্যা আছে। যার অর্থ অধিক মাত্রায় ফুসফুসে জলে জমতে থাকে।
গত বছরই দিলীপ কুমার তাঁর দুই ভাই এহসান খান ও আসলাম খান কে হারিয়েছেন মহামারীর কারণে। মৃত্যুর সময় তাদের বয়স হয়েছিল যথাক্রমে 90 বছর ও 88 বছর। সেই কারণেই 2020 সালের প্রথম লকডাউন থেকেই স্ত্রী শায়রা বানু কে নিয়ে নিজেকে আইসোলেশনে রেখেছিলেন দিলীপ কুমার।
প্রায় ছয় দশকের বলিউড ক্যারিয়ারে সক্রিয়ভাবে নিজের আধিপত্য কায়েম করে রেখেছিলেন দিলীপ কুমার 65 টি ছবিতে অভিনয় করেন তিনি 1998 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিলা’ তে শেষ দেখা দিয়েছিল তাকে তিনি দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন।