বাংলার কৃষকদের একাউন্টে পাঠানো হয় কম টাকা, বাকি টাকা আদায়ের লড়াইয়ে মমতা
ডেস্ক: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আশ্বাস দিয়েছিলেন কিসান নিধি প্রকল্পের ২০০০ টাকা করে পাবে। কৃষকরা আজ সকাল থেকেই সেই টাকা দেওয়া হয়েছে কৃষকদের ব্যাংক একাউন্টে। পশ্চিমবঙ্গ থেকে ২১ লাখ ৮৯ হাজার কৃষকের নাম সরাসরি পোর্টালে নথিভূক্ত করা হয়েছিল। ১৪ লক্ষ ৯১ হাজার কৃষকের নাম যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের প্রত্যেকে ব্যাংক একাউন্টে পৌঁছে গেছে টাকা। বাকিদের নাম যাচাই করে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
ইতিমধ্যে বাংলা চাষীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে ১৮ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে প্রতিশ্রুতি থেকে অনেক কম টাকাই পাচ্ছেন কৃষকরা। বাকি টাকা আদায়ের জন্য লড়বেন তিনি।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী যত টাকা অনুদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ততোটা কৃষকেরা পায়নি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করেছিলেন কিসান নিধি প্রকল্প প্রাপ্য অর্থ দেয়া হবে প্রত্যেক কৃষককে। এই হাতিয়ারের ওপর নির্ভর করেই ভোট জিতে নেওয়ার আশা রেখেছিল মোদি। এবং মমতার উপর কটাক্ষ করে বলেছিল, “এটাই আফসোস যে পুরো ভারত কৃষক সম্মান নিধি প্রকল্প সুবিধা পাচ্ছে। সব মতাদর্শের সরকার এই প্রকল্পের সাথে যুক্ত আছেন। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি। কারিস্মা দেখিয়েছেন মমতা”
ক্ষমতায় আসার পরমুহুরতেই মমতা নবান্ন সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন কেন্দ্রীয় সরকারের পোর্টালে কৃষকদের নাম নথিভূক্ত করিয়েছেন এবং সরকারকে প্রকাশ্যে কৃষক সম্মান নিধির টাকা দেওয়ার আর্জি জানিয়েছেন।
গোটা দেশজুড়ে ৯ কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে ১৯ হাজার কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গে এ প্রকল্পের আওতাভুক্ত কৃষক সংখ্যায় রয়েছে ৭ কোটি ৫৫ হাজার। প্রচার চলাকালীন কেন্দ্র কৃষকদের বকেয়া টাকা অনুদান দেওয়ার কথা বলেছিল কিন্তু সেই টাকা এখনো কৃষকদের ব্যাংক একাউন্টে আসেনি। ফলে মমতা ব্যানার্জি আবেদন করেন কেন্দ্রের কাছে চাষীদের একাউন্টে যেন টাকাগুলো অবিলম্বে পাঠিয়ে দেওয়া হয়।