ডেস্ক: বৈশাখ মাসের শেষে দেখা মিললো বৃষ্টির। গত বছরের তুলনায় এ বছর সেই রূপ বৃষ্টিপাত হয়নি। গরমে অস্থির হয়ে উঠেছিল কলকাতাবাসী।
বেলা ২:৩০ থেকে এক টানা ৪ ঘন্টা বৃষ্টি হয় কলকাতা সহ হাওড়া, ২৪ পরগনাতে ও পূর্ব বর্ধমান জেলাতেও।
প্রবল বেগে বৃষ্টি সাথে বজ্রপাত। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই কলকাতার একাংশ জলমগ্ন।
আরও এক-দু’ঘণ্টা কলকাতা-হাওড়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানায় আলিপুর আবহাওয়া দফতর।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ও পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে।