আগুন লাগে মদন মিত্রের বাড়িতে অল্পের জন্য বেঁচে যায় তার প্রাণ

ডেস্ক: দুর্ঘটনার শিকার হন রাজ্যের কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। আগুন লেগে যায় ভবানীপুরে বাড়িতে। মঙ্গলবার সকালে হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে তার বাড়ি। ঘটনার পর এই কোনরকমে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এবং সাথে সাথে ডাকা হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে নিয়ে আসা হয় তিনটি দমকল ইঞ্জিন। অল্পের জন্য বিপদ এড়ানো গিয়েছে। তারপর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় মদন মিত্রের। ন্যাজাল ক্যানুউলায় অক্সিজেন নিচ্ছেন তিনি।

সূত্রে জানা যায়, মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে বসার ঘরের সোফায় আগুন লেগেছিল প্রথমে। এবং সেটি ছড়িয়ে পড়ে বাকি ঘরে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি।

মূলত যে ঘরটিতে প্রথম আগুন লেগেছিল সেটিতে মদন মিত্রের নাতি থাকে। মদন মিত্র জানান, তিনি দক্ষিণেশ্বরের বাড়িতে থাকলেও সোমবার রাতেই দলের কাজে ভবানীপুর বাড়িতে আসেন। তার কথায় তিনি এসেছেন শুনে তার নাতি তার সাথে দেখা করার জন্য সকালেই তার ঘরে চলে আসে। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় তার না হলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেত।

মদন মিত্র বলেন,“দেড়শো বছরের বাড়ি আমাদের। জীবনে প্রথম এমন অভিজ্ঞতা হল। সব থেকে বড় কথা হল, যে ঘরে আগুন লেগেছে ওটাই একটাই প্রবেশদ্বার বাকি ঘরগুলোয় আমাদের একাধিক দরজা। পুরনো বাড়ি যেহেতু।”

আগুন লেগেছে শুনে ছুটে আসেন পাড়ার লোকেরা। সকলের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।মদন মিত্র তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং একই সাথে বলেন, “জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে শুনেছি। সে না হয় কেন যাবে। কিন্তু সকলে যে বেঁচে আছে সুস্থ আছে এটাই ঈশ্বরের অসীম কৃপা ।”

দমকলকর্মীরা অনুমান করে শর্ট সার্কিটের কারণে এ আগুন লেগেছে।