বিজেপি অনলাইন প্রশিক্ষণে গোপনে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হইচই ফেলে রাজনৈতিক মহলে
ডেস্ক: বুধবার বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতারা চালাচ্ছিলেন অনলাইন ক্লাস। বিজেপির সাংগঠনিক স্তরে এই প্রশিক্ষণ দেয়া হয়। ক্লাস চলাকালীন দেখা যায় এক অদ্ভুত কান্ড। পরপর সেই ক্লাসের লিঙ্কে ঢুকতে থাকে বহিরাগতরা। যেখানে ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ ও ‘জয় বাংলা’ নামে কয়েকজন সদস্যকে দেখা যায়।
স্বভাবতই বিষয়টি দেখে হতভম্ব হয়ে যায় বিজেপির সদস্য বৃন্দ। তাহলে কি লিঙ্কটি বাইরে ফাঁস হয়ে গেছে? কিভাবে হলো ফাঁস?
আসলে লকডাউন এর আগে সশরীরে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ দেয়া হতো। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতির কারণে এটি অনলাইনে নেয়া হচ্ছে। বুধবার প্রশিক্ষণ শুরু হওয়ার আগে বেশ কিছু নাম লিঙ্কে ঢুকে পড়ে। এবং অজান্তেই প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছে তারা। তারা কেউ পরিচিত নয়। তারপরেই হঠাৎ দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং সাথে সাথে অ্যাড হয় জয় বাংলা।কিছুক্ষণ পরেই প্রকাশ্যে আসে বিষয়টি। সকলে বুঝতে পারে বাইরে ফাঁস হয়েছে মিটিংয়ের লিঙ্কটি।
বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানার চেষ্টা চলছে যে কিভাবে বাইরে ফাঁস হলো লিঙ্ক। অনেকে সন্দেহ করছেন প্রশিক্ষণরত কেউ লিঙ্কটি বহিরাগতদের দিয়েছে। কিন্তু এখনও বোঝা যাচ্ছে না সেই ব্যক্তিটি কে।
বিজেপির সাংগঠনিক প্রশিক্ষণ একেবারে গোপনীয় যেখানে কোনভাবেই এটি বাইরে ফাঁস হওয়ার কোনো উপায় নেই কিন্তু তাও এরকম ঘটনা ঘটা বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে।