ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঠিক সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের উপস্থিতিতে আগামী ৫ বছরের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নিয়েছেন তিনি। শপথগ্রহণের পর তার প্রথম কাজ হিসাবে জানান কোরোনার মোকাবিলায় ব্লুপ্রিন্ট তৈরি করা এবং দ্বিতীয় কাজ হবে ফল প্রকাশের পর রাজ্য জুড়ে যে সহিংসতা চলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। তিনি স্পষ্টত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “হিংসায় জড়ালে কাউকে ছাড়া হবে না।”
এছাড়াও তিনি বলেছেন গত তিনি মাস পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আয়তায় ছিল। কিছু কিছু রাজনৈতিক দল যেখানে জিতেছে সেখানে বেশি অত্যাচার করেছে। তবে এবার একটা কিন্তু নতুন স্টেপ নেওয়া হবে যেখানে এসব হিংসা – সহিংসতা বন্ধ হবে।