উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মমতা, শিক্ষায় এলেন ব্রাত্য ও ক্রীড়ায়ে অরূপ! দেখে নিন নতুন মন্ত্রিসভার তালিকা

ডেস্ক: একুশে বিধানসভা বিজয়ীর পর তৃণমূল কংগ্রেসের ফের আসে ক্ষমতায়। গত ৫ ই মে তৃতীয়বার বাংলায় মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ করে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামীকাল তিনি প্রস্তুত করেনিলেন রাজ্যের অন্য মন্ত্রীত্ব পদের লিস্ট। কাল সকালে রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠান করে মন্ত্রীরা তাদের শপথ নিয়েছেন। মাত্র ৬ মিনিটে ৪৩ জন মন্ত্রীর শপথ গ্রহণ করে ইতিহাস তৈরী করেন।

রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত মন্ত্রী গোষ্ঠী

 

মমতা বন্দ্যোপাধ্যায়: স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, কর্মীবর্গ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।

সুব্রত মুখোপাধ্যায়: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

জ্যোতিপ্রিয় মল্লিক: বন এবং অপ্রচলিত পুনর্নবীকরণ শক্তি দপ্তর।

মানসরঞ্জন ভূইয়া: জল সম্পদ বিকাশ ও উন্নয়ন।

সৌমেন কুমার মহাপাত্র: জলসেচ ও জলপথ পরিবহন।

অমিত মিত্র: অর্থ, পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তর।

পার্থ চট্টোপাধ্যায়: তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন, শিল্প, বাণিজ্য এবং সংসদ বিষয়ক দপ্তর।

ব্রাত্য বসু: স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা।

বঙ্কিমচন্দ্র হাজরা: সুন্দরবন বিষয়ক দপ্তর।

অরূপ বিশ্বাস: শক্তি, যুব কল্যাণ ও ক্রীড়া।

মলয় ঘটক: আইন দপ্তর।

অরূপ রায়: সমবায়।

সাধন পান্ডে: ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী।

রথীন ঘোষ: খাদ্য দপ্তর

ফিরহাদ হাকিম: পরিবহন ও আবাসন।

জাভেদ খান: বিপর্যয় মোকাবিলা।

স্বপন দেবনাথ: প্রাণিসম্পদ দপ্তর।

সিদ্দিকুল্লা চৌধুরী: গনশিক্ষার প্রসার ও গ্রন্থাগার।

পুলক রায়: জনস্বাস্থ্য ও কারিগরি।

বিপ্লব মিত্র: কৃষি বিপণন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *