অক্সিজেনের আবেদন করে প্রধনমন্ত্রী কে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ডেস্ক: COVID এর দ্বিতীয় তরঙ্গ গোটা বাংলাকে বিপদের মুখে ফেলে রেখেছে। যেখানে এই রোগে আক্রান্ত রোগীর অন্যতম লক্ষণ দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। গোটা দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার চলছে। কমে আসছে হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা।

এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, কোরোনা মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত উদ্বিগ্ন রয়েছে। এই পরিস্থিতিতে অক্সিজেন এর চাহিদা সব থেকে বেশি।

পশ্চিমবঙ্গে অক্সিজেন যদি না পাওয়া যায় তাহলে রাজ্যের মেডিকেল অক্সিজেনের প্রয়োজন আরো বাড়বে। সেরকম হলে আগামী এক সপ্তাহের মধ্যে আরো খারাপ পরিস্থিতি হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন রাজ্যে আগামী ৭ দিনের মধ্যে প্রতিদিন ৫৫০ মেট্রিক টন করে অক্সিজেন প্রয়োজন হবে। বাংলায় এই মুহূর্তে ৪৭০ মেট্রিক টন করে অক্সিজেনের প্রয়োজনীয়তা রয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য অক্সিজেনের পরিমাণ বাড়াক।

তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছিলেন। কেন্দ্রীয় সরকারের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছিলেন পশ্চিমবাংলার ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ এবং অক্সিজেনের বরাদ্দ আরো বাড়াতে হবে কেন্দ্রীয় সরকার কে। অক্সিজেনের পরিমাণ না বাড়ালে কোন ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব না।