দেবাঞ্জনের সাথে যোগ সূত্র পাওয়া গেলো বহু প্রভাবশালী তৃণমূল নেতাদের, টিকা জালিয়াতি কান্ডে নয়া মোড়
ডেস্ক: বর্তমানে রাজ্যের নতুন টপিক দেবাঞ্জন দেব কে ঘিরে চলছে তরজা। সাথে মিশেছে রাজনীতির রঙ। ইতিমধ্যে একাধিক তৃণমূল নেতাদের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে এসেছে, ফলে বিতর্ক হয়েছে দ্বিগুণ। যা দেখে বোঝাই যায় দেবাঞ্জন এর সঙ্গে বহু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির পরিচয় রয়েছে।
অন্যদিকে তালতলার গ্রন্থাগার উন্মোচনের সময় রবীন্দ্র মূর্তির ফলকে ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, স্থানীয় তৃণমূল নেতা অশোক চক্রবর্তী নামের পরেই রয়েছে দেবাঞ্জন দেবের নাম। বিষয়টিতে বর্তমান সময় পর্যন্ত নজরপাত না হলেও জালিয়াতির কর্মকাণ্ড প্রকাশ্যে আসতে কালো কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে দেবাঞ্জন এর নাম।
সুতরাং প্রশ্ন উঠছে এখানেই তাহলে কি ফিরহাদ হাকিম সহ বাকি তৃণমূল নেতৃবৃন্দের সাথে দেবাঞ্জন দেবের পরিচয় রয়েছে? কেনই বা দেবাঞ্জন এর নাম ফলকে লেখা হলো?
চৌরঙ্গী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানান কোনোভাবেই তিনি দেবাঞ্জন কে চিনতেন না। ফিরহাদ হাকিম ও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এবং এই বিষয়ে অভিযোগও দায়ের করে নয়না বন্দ্যোপাধ্যায়। তবে বিষয়টি আরও চূড়ান্ত পৌঁছায় যখন স্থানীয় তৃণমূল নেতা অশোক চক্রবর্তী নিজের বক্তব্য পেশ করেন। তিনি জানান স্থানীয় তৃণমূল কো-অর্ডিনেটর ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় সঙ্গে পরিচয় দেবাঞ্জন দেবের।
এবং তার সূত্রেই তালতলায় আসা-যাওয়ার শুরু হয় দেবাঞ্জন এর। সেখানে কয়েকজন মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে অভিযোগ।
কিন্তু মেয়র পরিষদ ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেছেন পুরনো ফুটেজ কোথাও থাকলে খতিয়ে দেখুন। দেখতে পারবেন আমি দেবাঞ্জলী সঙ্গে কোথাও কোনো অনুষ্ঠানে গিয়েছি? কী প্রমাণ রয়েছে যে আমি দেবাঞ্জন কে অশোক চক্রবর্তী কাছে নিয়ে গিয়েছি? আমি দেবাঞ্জন কে চিনিই না।
দলের অন্দরেই শুরু হয়েছে একে ওপরের কাদা ছঁড়াছুঁড়ি। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছেন। যেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মেনশন করে একটি টুইটে দাবী করেছেন, প্যানডেমিক পারচেজ স্ক্যাম কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনতে হবে।