অক্সিজেনের ঘাটতি মেটাতে মেঘা ইঞ্জিনিয়ারিং থাইল্যান্ড থেকে আনলো 15 কোটি লিটার অক্সিজেন

ডেস্ক: গোটা ভারত জুড়ে অক্সিজেনের সংকট। প্রাণবায়ু সীমিত হওয়ার ফলে জীবন হারাতে হচ্ছে অনেক মানুষকে। অক্সিজেনের যোগান দেওয়ার জন্য যত সম্ভব চেষ্টা করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পথে সাহায্যের পা বাড়িয়ে ছিল ভারতীয় বিমান সেনারা। এখন বিদেশ থেকে অক্সিজেন আনিয়ে দেশের মানুষের প্রয়োজন মেটানোর উদ্যোগ নিয়েছে হায়দ্রাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামক সংস্থাটি। থাইল্যান্ড থেকে ১১ টি ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক আনছে এই সংস্থা। প্রতিটি ব্যাংকে ১ কোটি ৪০ লক্ষ লিটার অক্সিজেন মজুত থাকবে। এই ক্রায়োজেনিক অক্সিজেন দিয়ে দেশের অক্সিজেন ঘাটতি কিছুটা হলেও মেটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে সংস্থাটি ৫০০ থেকে ৬০০ অক্সিজেন সিলিন্ডার দেয়ার প্রস্তাব দিয়েছিল তেলেঙ্গানা সরকার কে। এছাড়া প্রতি দিন প্রতি সিলিন্ডারে ৭০০০ লিটার অর্থাৎ মোট ৩৫ লক্ষ লিটার অক্সিজেন সরবরাহের পরিকল্পনা নিয়েছিল এই মেঘা ইঞ্জিনিয়ারিং। ইতিমধ্যে নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স, অ্যাপোলো ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, হায়দ্রাবাদ কেয়ার হাইটেক হসপিটালে ও সরোজিনী দেবী চক্ষু হাসপাতালে অক্সিজেন রিফিল পরিষেবা দেবার কথা জানিয়েছে তারা।

শনিবার বিকেল ৩ টে তে প্রথম লটের অক্সিজেন ট্যাঙ্ক গুলি এসে পৌঁছেছে হায়দ্রাবাদের বেগুম্পেট বিমান বন্দরে। সংস্থাটি জানিয়েছে যা অক্সিজেন ট্যাঙ্ক তারা ভারতে আসবে, সে সবগুলোই বিনামূল্যে তুলে দেবে প্রশাসনের হাতে।

মেঘা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের থাইল্যান্ড থেকে অক্সিজেন আনার সম্পূর্ণ বিষয়বস্তুটি পর্যবেক্ষণ করছেন তেলেঙ্গানা অর্থমন্ত্রী টি হরিশ রাও ও তেলেঙ্গানা সরকারের মুখ্য সচিব সোমেশ কুমার। ব্যাংকক থেকে ভারতে আসার সময় এটির পর্যবেক্ষণে ছিলেন বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক।