কলকাতায় স্বাভাবিক হতে চলেছে মেট্রো চলাচল, 5 মিনিট অন্তর মিলবে মেট্রো

ডেস্ক: মহামারীর কারণে বাকি যানবাহন পরিষেবার মতো বহুদিন যাবৎ বন্ধ ছিল মেট্রো। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই নেওয়া হয়েছিলো এই সিন্ধান্ত। পরে অন্যান্য পরিষেবা স্বাভাবিক হলেও মেট্রো পরিষেবা চালু হয়নি সম্পূর্ণ। এবার বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। আগামী শুক্রবার থেকে বাড়বে 228 টি মেট্রো। সোম থেকে শুক্র পর্যন্ত কলকাতায় নিয়মিত চলবে এতগুলো মেট্রো। অফিস যাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। সকাল সাড়ে 7টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেট্রো। অফিস টাইম অর্থাৎ সকালের দিকে ও সন্ধ্যের পর 5 মিনিট অন্তর চলবে মেট্রো। সোম থেকে শুক্র বার দিনে মোট 228টি অর্থাৎ আপ লাইনে 114 টি ও ডাউন লাইনে 114 টি ট্রেন চলবে। শনিবার চলবে 114 টি ট্রেন, অর্থাৎ আপ ও ডাউন লাইনে 52 টি করে ট্রেন চালানো হবে। তবে রবিবার আপাতত কোনো মেট্রো চলবে না।

অফিস খুলে যাওয়ায় যাত্রীদের সংখ্যা বৃদ্ধি হয় মেট্রোতে। গড়ে দুই লক্ষের বেশি যাত্রী হয়েছে গত কয়েকদিনে। এরপরে ট্রেনের সংখ্যা বাড়ানো ও দুটি ট্রেনের সময়ের মধ্যে ব্যবধান কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রতি মেট্রোতে গড়ে 600 জন করে যাত্রী নেওয়া হবে। সকাল সাড়ে 7টা থেকে মেট্রো চালু হয়। সেই সময় অপরিবর্তিত রাখছে কর্তৃপক্ষ। বরাবরই স্বাস্থ্য বিধি মানার নির্দেশ দেওয়া হলেও পরিষেবা চালু হওয়ার প্রথম দিন থেকেই দেখা যায় সেই অর্থে স্বাস্থ্যবিধি মানা হয়নি অনেক ক্ষেত্রেই। অনেকক্ষেত্রে দেখা যায় ক্রস চিহ্ন সিটেও যাত্রীরা বসে রয়েছেন। ফলে সেখানেও দূরত্ব বিধি মানা হচ্ছে না। এই অবস্থা দেখে ট্রেনের সংখ্যা বাড়ছে মেট্রো দূরত্ব বিধি মানতে অসুবিধা না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *