জঙ্গি অনুপ্রবেশ বাংলায়, 40 জন জঙ্গি বাংলা সহ দেশের একাধিক রাজ্যে দিয়েছে গা ঢাকা

ডেস্ক: জঙ্গি আতঙ্ক বাংলার বুকে। তদন্তে জানা যায় পশ্চিমবঙ্গ সহ অসম, হায়দ্রাবাদ অন্যান্য রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে কমপক্ষে 40 জন জেএমবি জঙ্গি। আঁচ আগেই করতে পেরেছিল তদন্তকারীরা সেই মোতাবেক তল্লাশি চালিয়ে তারা এই তথ্য উদ্ধার করে।

এসটিএফ গোয়েন্দাদের সূত্র অনুযায়ী, কলকাতাতে ধরা পড়েছে নাজিউর, আবুল কালাম আজাদ, মাহফুজ রহমান ও সালাউদ্দিন ভূঁইয়া নামে চার জেএমবি জঙ্গি। জেরা করার পর উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। এবং সেই সব তথ্য থেকেই জানতে পারা যায় তাদের মতো আরো 40 জন জঙ্গি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জামিন পেয়ে বাসা বেঁধেছে ভারতের একাধিক রাজ্যে।

ইতিমধ্যে গোয়েন্দারা সূত্র অনুযায়ী যে সমস্ত তথ্য ও জানতে পেরেছে সেগুলি ধরেই তদন্ত শুরু করে দিয়েছে। বর্তমানে লালবাজারে নিয়ে গিয়ে এসটিএফ এর হেফাজতে থাকা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।

তদন্তকারীদের মতে সীমান্ত পেরিয়ে যেসব জঙ্গিরা দেশে প্রবেশ করেছে তারা কলকাতা এবং তার আশেপাশে শহরতলীর বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে উঠেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলে যাচ্ছে। প্রাথমিক কিছু তথ্য জানতে পারলেও গভীরে গিয়ে জানার চেষ্টায় রয়েছেন তদন্তকারীরা। সাথে এইটাও চিন্তার বিষয় বাংলায় কোথাও নাশকতার ছক কষছে কিনা জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *