ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার উদ্যোগে মোহাম্মদ আমির, পূরণ হতে পারে তার আইপিএলে খেলার স্বপ্ন

ডেস্ক: সকলকে অবাক করে দিয়ে ২৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাক ক্রিকেটের স্বনামধন্য ফাস্ট বলার মোহাম্মদ আমির। অবসর গ্রহণের সময় তার প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণ নিয়েও মুখ খোলেন তিনি।
তবে এরপরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে চলেছিলেন আমির। পাকিস্তানের এই খেলোয়াড় পেসার ৩৬টি টেস্ট, ৬১ টি ওয়ানডে এবং ৫০ টি T20 ইন্টারন্যাশনাল খেলেন।

কিন্তু পৃথিবীর সেরা ২০টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে সুযোগ না পাওয়ার কারনে আমিরের জীবনে একটি বড় আক্ষেপ ছিল। তার এই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে এমন টাই আশা করা যায়। কার্যত সবকিছু ঠিক থাকলে নিজে দেশে নাগরিত্ব ছেড়ে ব্রিটিশ সিটিজেনশিপ নিতে চলেছেন এই পাক পেসার।

স্ত্রী নার্জিস খাতুন এর সাথে বর্তমানে ব্রিটেনে বসবাস করছেন আমির, খুব শীঘ্রই ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
যেহেতু তিনি আর পাকিস্তানি হিসাবে পরিচিত থাকবেন না তাই সহজেই আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন তিনি।

তার বক্তব্য অনুসারে ব্রিটিশ নাগরিকত্ব নেয়ার পর অন্য কিছু পরিকল্পনা নেই তার। তিনি বলেছেন “এই মুহূর্তে আমি কোনও সম্ভাবনা ও সুযোগ পাব এবং ব্রিটিশ নাগরিকত্ব পেলে কি পরিস্থিতি হবে, সেসব নিয়ে ভাবছি না।”

ইংল্যান্ডের সম্পূর্ণ ভাবে থাকতে পেরে বেশ খুশি আমির। এবং নিজে ও তার পরিবারের আগামী জীবন এখানে কাটুক এমনটাই চাইছেন । তিনি সূত্র বলেছেন “এই মুহূর্তে আমার নিঃশর্ত ছাড় দেওয়া হয়েছে ব্রিটেনে থেকে যাওয়ার জন্য আমি আমার ক্রিকেট উপভোগ করছি এবং আরও ছয় সাত বছর খেলে যাওয়া পরিকল্পনা করছি। আমার ছেলে মেয়েরা ইংল্যান্ডে বড় হবে এবং তাদের পড়াশোনা এখানেই হবে তাই কোনো সন্দেহ নেই যে আমি এখানে অনেক বেশি দিন কাটাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *