১১কোটির বেশি জমা হলো তহবিলে, সকলকে ধন্যবাদ জানালো বিরুস্কা

ডেস্ক: দেশের কোরোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মা একটি তহবিল তৈরি করেছিলেন। যেখানে তারা নিজেদের থেকে দু’কোটি টাকা প্রদান করেছিলেন এবং তাদের তহবিলে দান করার জন্য সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের প্রাথমিক লক্ষ্য ছিল ৭ কোটি টাকা তোলা। এই তহবিলটি ৭ ই মে থেকে শুরু করেন তারা। আজ সেই তহবিলে অর্থ তোলা শেষ হয়ে ত্রাণ হিসেবে জমা হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৮২০ টাকা।

ত্রাণ তহবিল যে লক্ষ্য নিয়ে শুরু করেছিল এ তারকা দম্পতি তা পূর্ণ হওয়ায় খুশি দুজনেই। বিরাট কোহলি টুইটারে লেখেন , “শব্দও কম পড়ে যাচ্ছে, ধন্যবাদ জানানোর, আমরা ভীষণ খুশি আমরা যেই লক্ষ্য নিয়ে তহবিল শুরু করেছিলাম তার থেকে অনেকটা বেশি তুলতে পেরেছে একবার নয় দুবার আমাদের লক্ষ্য পূরণ করেছেন। আপনারা যারা যারা এই তহবিলে দান করেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমার একসঙ্গে রয়েছি এবং একসঙ্গে পরিস্থিতি কাটিয়ে উঠব।”

এবং অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে সকলকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “আপনারা যে এভাবে একসাথে এগিয়ে এসেছেন সেটা দেখে সত্যি খুব অবাক হওয়ার পাশাপাশি আমার খুব ভালো লেগেছে, আমি খুব আনন্দের সঙ্গে l ঘোষণা করছি যে আমাদের প্রাথমিক লক্ষ্যের চেয়ে অনেক বেশি টাকা জোগাড় করতে পেরেছি যেটা মানুষের জীবন বাঁচাতে কাজে লাগবে। ভারতের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের সকলকে পাশে না পেলে এটা সম্ভব হত না। জয় হিন্দ।”

এই তহবিলে সবথেকে বেশি অনুদান দিয়েছে MPL স্পোর্টস ফাউন্ডেশন। কোহলি টুইটারে সে কথা নিজেই জানিয়ে টুইট করেন, “কোরোনার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে 5 কোটি টাকা অনুদান এর জন্য MPL স্পোর্টস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহায়তায় আমরা এখন আমাদের লক্ষ্যে বাড়িয়েছি ১১ কোটি। অনুষ্কা ও আমি আপনাদের নিঃশর্ত সহায়তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ জ্ঞাপন করছি।”