ডেস্ক: মেয়ের বয়স পার হয়েছিল সবে মাত্র 1 দিন। ওই বয়সেই শিশুটির কান ফুটো করিয়েছিলেন তার মা। চার মাস পর একটি ভিডিওটি শেয়ার করতে বিপাকে পড়েন মহিলা। ওই মহিলার ভাইরাল ভিডিও এবং মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একদিনের ফুটফুটে মেয়ের ভিডিও শেয়ার করে ওই মহিলা লিখেছিলেন, ‘সময় কত দ্রুতই না বয়ে যায়! এই খুদেটিকে মিস করছি।’ সাথে আরও লিখেছিলেন ‘একদিন বনাম চার মাস’। তবে তা করতে গিয়েই সমস্যায় পড়েন মহিলা।
ভিডিওটিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে শিশুটি। তার দু’ কানে রূপ দুটি ফুল তোলা দুল চকচক করছে। এটি দেখামাত্রই নেটদুনিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই, কিভাবে এত ছোট মেয়ের কান ফটালেন? এত ছোট বাচ্চার কান ফোটানো আদৌ কি আইন সম্মত? প্রতিত্তরে মহিলা জানিয়েছেন প্রসবের পর হাসপাতালে কান ফুটো করেছিলেন তিনি সাথে তিনি দাবি জানিয়েছে দু’তিনদিনের শিশুদের কান ফোটানো হলে ব্যাথা পায় না তারা বরং এক বছর পর সে কাজ করলে বেশি কষ্ট হয় শিশুদের।
যদিও মহিলা সমর্থনে অনেকে মুখ খুলেছেন ইন্দোনেশিয়া ও রোমানিয়ার মতো দেশে এমনটা হামেশাই হয় তাও উল্লেখ করেছেন তারা।