নাম বদল হলো বিহারের বিখ্যাত শহর ‘গয়া ‘ র !

ডেস্ক: বিহারের বিখ্যাত শহর গয়ার নাম এবারে পরিবর্তন করা হয়েছে। শহরটির নতুন নাম হল ‘গয়াজি’ । এখন থেকে শহরটিকে এই নামেই ডাকতে হবে। শুক্রবার বিহারের মন্ত্রীসভা গয়ার এই নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

গয়া বিহারের একটি অতি গুরুত্বপূর্ণ শহর। এই শহরের ধর্মীয় ঐতিহ্য খুবই সমৃদ্ধ। পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবেও এটি অত্যন্ত পরিচিত। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকেরা আসেন। মানুষ মূলত তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে গয়ায় আসেন।

পুরাণ অনুযায়ী, ত্রেতা যুগে গয়াসুর নামের এক দৈত্যের নামে এই শহরের নাম গয়া রাখা হয়েছিল গয়া। বায়ুপুরাণ অনুসারে, বিষ্ণু তাঁর কঠিন তপস্যার পর গয়াসুরকে আশীর্বাদ করেছিলেন।

গয়ার বিধায়ক এবং বিহারের সমবায় মন্ত্রী প্রেম কুমার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে গয়ার নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয় মানুষের আবেগকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাই তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০২২ সালে গয়ার নাম পরিবর্তন করে গয়াজি রাখার প্রস্তাব স্থানীয় পৌরসভায় পাস হয়েছিল। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে নীতিশ কুমার গয়ার নাম পরিবর্তনের কাজটি সম্পন্ন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *