আরিয়ানের মামলায় 18 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ এনসিবির ওপর! সামনে এলো প্রত্যক্ষদর্শী

ডেস্ক: আগামী 30 শে অক্টোবর পর্যন্ত শাহরুখ পুত্র আরিয়ানকে জেল হেফাজতেই থাকতে নির্দেশ দিয়েছে মুম্বাই সেশন কোর্ট। বিচারাধীন বন্দি দশায় আরিয়ান। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তার জামিনের আবেদনের শুনানি। আর এর মধ্যেই নারকোটিক্স ব্যুরো’র আধিকারিকের ওপর উঠলো এক অভিযোগ। মাদক মামলায় 18 কোটি টাকার ঘুষ নিয়েছে এনসিবি।

এই কদিন আগেই আরিয়ান খানের সাথে একটি সেলফি ভাইরাল হয়। যেখানে আরিয়ানের সাথে যেই ব্যক্তি ছিলেন তিনি হলেন প্রাইভেট ইনভেস্টিগেটর কে পি গোসাভি। যিনি এনসিবির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন তিনি এই প্রাইভেট ইনভেস্টিগেটর কে পি গোসাভি র ব্যক্তিগত দেহরক্ষী প্রভাকর সাইল।

প্রভাকরের অভিযোগ, আরিয়ান খান মাদক মামলায় এক বৃহৎ অঙ্কের টাকা লেনদেন হয়েছে। যার পরিমাণ 18 কোটি। এবং এই লেনদেনের প্রত্যক্ষদর্শী প্রভাকর খোদ। কিন্তু প্রভাকরের এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছে এনসিবি। তাদের বক্তব্য, এরকম কোনো ঘটনা ঘটেনি। আর যদি ঘুষই নেওয়া হবে তাহলে আরিয়ান এখনও জেল খাটছে কেন? পাশাপাশি প্রভাকর সাইল এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ও হুঁশিয়ারি দিয়েছে এনসিবি।