নীরজ জিতেছে মাত্র একটি স্বর্ণ, জানেন কি দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভিলিনে কয়টি স্বর্ণ প্যারালিম্পিকে জিতেছে?
ডেস্ক: ঠিক কত গুলো পদক জিতলে একজন অ্যাথলিট স্বীকৃতি পাবেন? 2020 টোকিও অলিম্পিকে যারা দেশ কে রিপ্রেজেন্ট করেছেন তারা একটা পদক জিতেই করেছেন বাজিমাত। নীরজ চোপড়া ও এক সোনাতেই করেছেন ভারতবাসীকে নিজের ফ্যান। কিন্তু নীরজের সোনার জ্বলজ্বল করে ওঠা আলোতে অস্পষ্ট হয়ে গেছে দেবেন্দ্র ঝাঝারিয়ার নাম।
কে এই দেবেন্দ্র ঝাঝারিয়া? ভারতের এই প্রতিভাশালী জ্যাভলিন খেলোয়াড়কে চেনে কয়জন? কয়জনই বা জানেন এই দেবেন্দ্র ঝাঝারিয়া ভারতকে দুটি সোনা আর একটি রূপো এনে দিয়েছে। কিন্তু এর পরেও তার চর্চা তো দূরের কথা হয় মানুষ তার বিষয় কিছু জানেন কি না সন্দেহ।
2004 সালে অ্যাথেন্স প্যারালিম্পিকে জ্যাভলিনে প্রথম সোনা জয় করেন তিনি। 12 বছর পর আবার রিও অলিম্পিকে ও সোনা জয় তার। এবং 2020 টোকিও অলিম্পিকে রূপো প্রাপ্তি দেবেন্দ্র ঝাঝারিয়ার।
2004 থেকে 2021 , টানা 17 বছর সাফল্য অর্জন করেছেন দেবেন্দ্র। এশিয়ান থেকে বিশ্বমিট কোথাও দেশে কে নিরাশা করেননি তিনি। তার পরেও তার প্রতি সমাজের উদাসীনতা কেনো? যেখানে নীরজ চোপড়ার বায়োপিক তৈরির কাজ রীতিমত প্রধান আলোচ্য বিষয় সেখানে দেবেন্দ্র ঝাঝারিয়া কে সেই প্রশ্নের জবাবে চুপ থাকেন মানুষ। জীবনের প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের তৈরি একাকী রাস্তায় আজ দেবেন্দ্র র মত অ্যাথলিট রা এগিয়ে চলেছেন।
আজ প্যারা অ্যাথলিট বলেই কি যোগ্য সন্মান থেকে বঞ্চিত তারা? জীবনের কঠিন সংঘর্ষ আর শারীরিক প্রতিবন্ধকতার কারণেই আজ আলোচ্য বিষয়ের অঙ্গ নন তারা?
আমাদের দেশ থেকে এমন বহু শারীরিক অপূর্ণতা যুক্ত অথচ প্রবল ইচ্ছা শক্তি এবং প্রতিভা নিয়ে মানুষ প্যারা অলিম্পিকের অঙ্গ হয়ে উঠেছেন। তাদের মধ্যে কেউ কেউ ভারতকে পদক এনে দিয়েছেন। কিন্তু তাদের নিয়ে সেই রূপ অবগত নয় মানুষ।