লালকেল্লা সংগ্রহশালা থেকে নিখোঁজ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস এর টুপি

ডেস্ক: লালকেল্লার সংগ্রহশালা থেকে নিখোঁজ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক টুপি। এই টুপিটি পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করলেন বিজেপি নেতা ও বসু পরিবারের সদস্য চন্দ্র বসু। তিনি জানিয়েছেন টুপি টি যথাস্থানে নেই বলে তাকে লোকে জানিয়েছে। কিন্তু তিনি একই সঙ্গে এও জানান, বর্তমানে এই বিষয়ে কোনো অভিযোগ করছেন না তিনি।

তবে 2019 সালের 23 শে জানুয়ারি বসে পরিবারের সংগ্রহশালা থেকে নেতাজির টুপিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নিজেই তুলে দিয়েছিলেন চন্দ্র বসু। তবে তার কথা মতো লালকেল্লা থেকে অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলে সেটি বর্তমানে কোথায় রাখা আছে তা সকলকে জানানো উচিত।

আবার অন্যদিকে কেন্দ্র সরকার জানিয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসুর ইতিহাসিক টুপি হারিয়ে যাওয়ার খবর একেবারেই ভিত্তিহীন। এবং এই প্রসঙ্গে নিজের বক্তব্য পেশ করে কেন্দ্রের তরফ থেকে পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং পাটেল টুইট করেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এর টুপি ও তরবারি একবারে সুরক্ষিত আছে। নেতাজির 125 তম জন্ম দিবস উপলক্ষে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রদর্শনীর জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নেতাজির মোট 24 টি সামগ্রী দিয়েছে। এবং এটি খুব শীঘ্রই ফেরত নিয়ে নেওয়া হবে।

দেশের এক সংগ্রহশালা থেকে অন্য সংগ্রহশালায় প্রদর্শনীর জন্য একাধিক ঐতিহাসিক বস্তু হামেশাই আদান-প্রদান হয়ে থাকে। নেতাজির টুপি নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ভিক্টোরিয়ার মধ্যে চুক্তি হয়েছে। যেখানে বীমা করে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে টুপি পাঠানো হয় লালকেল্লা থেকে। ঠিক হইছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ছমাস টুপিটি থাকবে। দর্শকদের জন্য প্রয়োজনে পরবর্তী আরও ছমাস টুপিটি রাখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *