ডেস্ক: গুগলে ‘সবচেয়ে কুসংস্কারাচ্ছন্ন দেশ’ লিখে সার্চ করলেই লিস্টের এক নম্বরে উঠে আসবে ভারতের নাম। ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রামের মানুষরা তাদের ভিন্ন ভিন্ন প্রকার কুসংস্কারের ওপর আস্থা রাখে। বর্তমানে একবিংশ শতাব্দীতে এসেও দেশ কুসংস্কার মুক্ত হতে পারেনি। প্রযুক্তি যত উন্নত হয়ছে মানুষ ততই উন্নতভাবে প্রযুক্তিগুলোকে যাকে লাগিয়ে আমাদের সামনে তুলে ধরছে নতুন করে আবিষ্কার করা কুসংস্কার।
সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় এমন ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। কিছু ক্ষেত্রে একগুলো মজার হলেও কিছু কিছু ভিডিও তুলেছে বিতর্কের ঝড়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও একইভাবে পড়েছে সমালোচনার মুখে।
ভিডিওটি বেশ পুরনো হলেও নতুন করে সেই ভিডিওটি কে ঘিরে উঠেছে নানা রকম বিতর্ক। ভিডিওটিতে দেখা গেছে ফুটন্ত জলের পাত্রের মধ্যে একটা ছেলে বসে আছে। কিন্তু ছেলেটির মধ্যে কোনো অস্বস্তি নেই। বরং আগুনের উপর রাখা সেই পাত্রের ফুটন্ত জলের মধ্যে হাত গুটিয়ে শান্তভাবে বসে আছে ছোটো ছেলেটি। 30 সেকেন্ডের এই ভিডিওটিতে 1 লাখের বেশি ভিউস এসেছে।
This is 2021 India
pic.twitter.com/iSE0xDeGgP — Sandeep Bisht (@iSandeepBisht) September 7, 2021
ভিডিওটি শেয়ার করেন সন্দীপ বিস্ত নামের এক টুইটার ইউজার। তিনি ভিডিওটির ক্যাপশন দেন এটা 2021 এর ভারত। ভিডিওটি দেখে অনেকেই হতবাক হয়েছেন, অলৌকিক বিষয় ভেবে বসেছেন অনেকেই। কিন্তু বহু মানুষ ভিডিওটিকে জালি বলেও অভিহিত করেন। কয়েকজন লিখেছেন একটি জলের পাম্পের মাধ্যমে দেখানো হয়েছে জল ফুটছে। এটা জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ। না কোন বাষ্প হচ্ছে, না তো ফুলের পাপড়িগুলোর ওপর কোনো প্রভাব পড়ছে। এটা কোনোদিনও সম্ভব নয়। আবার অন্যজন লেখেন, এটি একটি সাধারণ যাদুর কৌশল যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।
This is the reality !!! EXPOSED pic.twitter.com/GP88mnxmni
— Syed (@ibnahmad480) September 7, 2021